বাংলারজমিন
সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
২২ মে ২০২৪, বুধবারগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জরমনদী নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ, মাটি বিক্রিসহ নিয়োগ বাণিজ্য করে প্রায় ৪০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অজিত কুমার রায় (প্রফুল্ল) বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমিতে লাগানো ১৪টি বড় আকৃতির বিভিন্ন প্রজাতির গাছ ৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রিসহ বিদ্যালয়ের জমি থেকে ২ লাখ ২০ হাজার টাকার মাটি বিক্রি করে সমুদয় টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে স্থানীয়রা প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি জানান, ‘রেজ্যুলেশন করে গাছ ও মাটি বিক্রি করা হয়েছে’। তবে অর্থ কোথায় রয়েছে সে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তিনি। এ ছাড়া প্রধান শিক্ষক উক্ত বিদ্যালয়ে ৪ জন ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিয়ে ৩৪ লাখ টাকা উন্নয়নের নামে ডোনেশন আদায় করলেও বিদ্যালয়ের অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। তিনি আনুমানিক ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে আল-আমীন, শহিদুলসহ ২০ জন স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। এদিকে প্রধান শিক্ষক শ্রী অজিত কুমার রায় (প্রফুল্ল) তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।