ঢাকা, ১১ নভেম্বর ২০২৪, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

দুই সপ্তাহে ৪০ শতাংশ গাজাবাসী বাস্তুচ্যুত

মানবজমিন ডেস্ক

(৫ মাস আগে) ২১ মে ২০২৪, মঙ্গলবার, ১১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১২ অপরাহ্ন

mzamin

গাজার জাবালিয়া এবং বেত লাহিয়ায় সোমবার দিবাগত রাতভর হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী। এতে অন্তত ১৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরাইলি হামলা জোরদার হওয়ায় গত দুই সপ্তাহে অন্তত ৪০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বা তাদের আশ্রয় হারিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

জাতিসংঘের মানবাধিকার কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ৯ লাখ আশ্রয়প্রার্থী দক্ষিণের শহর রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছে। যা রাফার মোট জনসংখ্যার ৪০ শতাংশ। 
গাজায় এমন নৃশংসতার দায়ে সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর কারিম খান।

এছাড়া ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি। অবশ্য এই অভিযোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেটো থাকায় তা কার্যকর না হওয়ার সম্ভাবনাই বেশি। আইসিসির প্রসিকিউটরের অনুরোধ ‘আপত্তিজনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় দৃশ্যমান এমন ভয়াবহ অমানবিক বিপর্যয় সৃষ্টির পরেও ইসরাইলের প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা আইসিসির বিরুদ্ধে দাঁড়ানোর হুমকি দিয়েছেন বলেও আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫ হাজার ৫৬২ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৭৯ হাজার ৬৫২ জন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status