বিনোদন
২১ বছরে অনন্যা রুমার তারকাকথন
স্টাফ রিপোর্টার
২১ মে ২০২৪, মঙ্গলবার২০০৪ সালের আজকের দিনে যাত্রা শুরু করে চ্যানেল আইয়ের তারকা আড্ডার জনপ্রিয় অনুষ্ঠান ‘ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন’। আজ ২১ বছরে পদাপর্ণ করেছে অনুষ্ঠানটি। বিভিন্ন অঙ্গনের তারকাদের সঙ্গে দর্শকদের সরাসরি টেলিকথোপকথনের এই অনুষ্ঠানটি চ্যানেল আই-এর দীর্ঘদিন ধরে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। এই অনুষ্ঠানের মাধ্যমে তারকারা টেলিফোনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এমনকি এর বিভিন্ন পর্বে তারকাদের জন্মদিনও পালন করা হয়ে থাকে। আরও নানা চমক থাকে এই অনুষ্ঠান ঘিরে। যে কারণে এটি দর্শদের কাছে ভিন্ন মাত্রা পেয়েছে। অনেক সময় অনুষ্ঠানটিতে ব্যক্তিগত সাফল্যের নায়ক কিংবা নায়িকার পাশাপাশি দলীয় সাফল্যের দলটিকেও আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়া বিভিন্ন উৎসবের সঙ্গে সঙ্গতি রেখে অনুষ্ঠানটিকে নানা মাত্রায় সাজানো হয়ে থাকে। অনন্যা রুমা প্রযোজিত এই অনুষ্ঠান বর্তমানে উপস্থাপনা করেন সাফি আহমেদ, দিপ্তী চৌধুরী, সানজিদা রহমান ও ইফাতারা ইরা। অনুষ্ঠানটির প্রযোজক অনন্যা রুমা বলেন, দর্শক এবং তারকার মাঝে সুন্দর মেলবন্ধন তৈরি করা ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের মূল লক্ষ্য। বরাবরের মতো আগামীতেও নতুন আঙ্গিকে এবং নতুন সাজে এই পথচলা অব্যাহত থাকবে। তারকাদের আরও ভিন্নভাবে উপস্থাপন করতে এবং দর্শকদের কীভাবে তারকাদের আরও কাছাকাছি নিয়ে যাওয়া যায় তা নিয়ে প্রতিনিয়ত পরিকল্পনা চলছে।