অনলাইন
ডলার সংকট কি কাটবে, কবে কোম্পানিগুলো বিনিয়োগের অর্থ ফেরৎ পাবে? জানতে চায় যুক্তরাষ্ট্র
কূটনৈতিক রিপোর্টার
(৬ মাস আগে) ১৫ মে ২০২৪, বুধবার, ৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩০ পূর্বাহ্ন
ডলার–সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগ করা মার্কিন কোম্পানিগুলো তাদের লাভের অংশ নিজ দেশে নিতে পারছে না। কবে নাগাদ ডলার সংকট কাটিয়ে উঠতে পারবে বাংলাদেশ, আর কবে আটকে থাকা অর্থ পুরোপুরি নিতে পারবে আমেরিকান কোম্পানিগুলো? সে বিষয়ে একটি ধারণা পেতে চেয়েছেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে মঙ্গলবার রাতে নৈশভোজে এ বিষয়ে জানতে চান লু। নৈশভোজ শেষে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান সালমান এফ রহমান। এ সময় তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত উপস্থিত ছিলেন।
সালমান এফ রহমান বলেন, ডলার-সংকট নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেছেন, ‘মার্কিন কোম্পানী যারা এ দেশে ব্যবসা করছে, তারা অভিযোগ করছে, তাদের অর্থছাড়ে দেরি হচ্ছে। তারা এটাও বলেছেন, আমরা বুঝি বাংলাদেশের রিজার্ভের ওপর চাপ রয়েছে। বাংলাদেশ কত দিনে এ অর্থ পরিশোধ করতে পারবে, তা জানতে চেয়েছেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, আমরা আশাবাদী বাংলাদেশের রিজার্ভ বাড়বে। আমাদের রপ্তানি বাড়বে, রেমিট্যান্সও বাড়ছে। মার্কিনদের জানিয়েছি যে, যদিও আমাদের অর্থ পরিশোধে একটু সমস্যা হচ্ছে, একটু দেরি হচ্ছে, তবে আমাদের অর্থছাড় বন্ধ নেই, এটি চলমান। আমরা একেবারে অর্থছাড় করা বন্ধ করিনি।
চীন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। ভিসা নীতি নিয়েও কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
বিএনপি নিয়ে আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, বিএনপি, বিরোধী দল, রাজনীতি, মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন—এগুলো কোনো কিছু নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলাপ তোলা হয়নি। এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি।