বিনোদন
অপূর্ণতার কথা জানালেন মনিষা
বিনোদন ডেস্ক
১৫ মে ২০২৪, বুধবার২০১২ সালে জরায়ু ক্যান্সারে আক্রান্ত হলে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসা নিয়ে ক্যান্সার মুক্ত হন তিনি। অভিনয় জগৎ থেকে দীর্ঘ সময় দূরে থাকার পর সঞ্জয় লীলা বানসালীর ‘হীরামান্ডি’ সিরিজের মাধ্যমে আবারো পর্দায় ফেরেন এই অভিনেত্রী। তিনি জানান, এত প্রাপ্তির পরও তার জীবনে এক অপূর্ণতা রয়ে গেছে। এখনো মা ডাক শোনা হয়নি তার। ক্যান্সারের কারণে বাদ পড়েছে তার ডিম্বাশয়, তাই মা হওয়া সম্ভব হয়নি অভিনেত্রীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মেনে নিয়েছি আমার জীবনে অপ্রাপ্তি রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায়, এমন অনেক স্বপ্ন থাকে যা কখনো পূরণ করা যায় না। তখন সমঝোতা করে নিতে হয়। মাতৃত্ব সেই সব স্বপ্নের মধ্যে অন্যতম। ডিম্বাশয়ের ক্যান্সার হওয়া এবং মা হতে না পারাকে মেনে নেয়া আমার পক্ষে কঠিন ছিল। কিন্তু এখন আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি। অভিনেত্রী জানান, দত্তক নেয়ার কথা ভেবেছেন তবে একজন মায়ের অস্থিরতা থাকা ঠিক নয়। তাই তার যা আছে তা নিয়ে থাকতে চান। তিনি বলেন, আমার বৃদ্ধ বাবা-মা আছেন, যাদের আমি ভালোবাসি। তাই আজকাল প্রায়ই নিজের বেড়ে ওঠার ভূমি কাঠমান্ডুতে ফিরে যাই এবং বাবা-মায়ের সঙ্গে সময় কাটাই। উল্লেখ্য, ‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজে মল্লিকাজান চরিত্রে অভিনয় করে দারুণ আলোচনায় উঠে এসেছেন মনীষা। এটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানসালী।