প্রবাস
কুয়েতে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল হাই ও মুরাদুলকে সংবর্ধনা
ইউসুফ আরফাত, কুয়েত থেকে
(৮ মাস আগে) ১০ মে ২০২৪, শুক্রবার, ২:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫২ অপরাহ্ন
দেশ ও প্রবাসে সমাজসেবায় নিরলসভাবে কাজ করে যাওয়ায় জালালাবাদ এসোসিয়েশন ফরওয়ানিয়া আঞ্চলিক শাখা, কুয়েত এর উদ্যোগে সংগঠনটির কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯মে) কুয়েত সিটির একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশন ফরওয়ানিয়া আঞ্চলিক শাখা, কুয়েতের আহ্বায়ক লোকমান জাহিদ।
সদস্য সচিব আলাল আহমদের সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন কুয়েত এর সভাপতি আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন আশরাক আলী ফেরদৌস, সিকান্দার আলী, শাহ নেওয়াজ নজরুল, শামসুল হক, আবুল কালাম আজাদ, নাসের উদ্দিন হাওলাদার, নুরুল ইসলাম, আবু সাঈদ কুতুব উদ্দিন ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুরুক মিয়া, মিজানুর রহমান, সিরাজ মিয়া, বিলাল উদ্দিন, ইমাম উদ্দিন বাদল, কামাল হোসেন, সহ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন।
এসময় বক্তারা সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন এর ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজ কল্যাণে জালালাবাদ এসোসিয়েশন এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। ভবিষ্যতে সমাজকল্যাণে এ সংগঠনটি আরো ভালো কাজ করবে বলে বক্তারা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিতি ছিলেন।