ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মেঘনায় বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
mzamin

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসিয়েছেন ইজারাদার। ক্রেতা সমাগম ভালো হওয়ায় পশু ক্র?য়-বিক্রয়ও বেশ ভালোই হচ্ছে। জানা গেছে, বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার লিখিত অনুমতিতেই বসেছে কোরবানির পশুর হাট। এ বাজারে সপ্তাহের সোম ও বৃহস্পতিবার গরু-ছাগলসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের হাট বসে। সর্বোচ্চ ইজারা হয় বাজারটিতে। চলতি বছর বাজারের ইজারা পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুনর রশীদ গং। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি প্রশাসনকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা বলেছি। ইজারাদার হারুনর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগে করলে তিনি বলেন বক্তব্য পরে দেবো। হারুনর রশীদের ভাই ইজারায় অংশীদার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ বলেন, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। সন্ধ্যায় কথা বলবো।

বিজ্ঞাপন
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, আমরা কোনো অনুমতি দেয়নি। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যালয় মাঠে পশুর হাট বসিয়েছে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কুমিল্লায় মিটিং-এ আছি। মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম সাজ্জাদ হোসেন বলেন, বিদ্যালয়ের সভাপতি মাননীয় এমপি মহোদয়ের ডিও লেটার পেয়েছি তাই বসাতে দিয়েছি। এদিকে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপির ব্যক্তিগত সচিব শিবলী নোমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি গরুর বাজারে আছি কীভাবে সহযোগিতা করতে পারি। তবে মন্তব্য করতে রাজি হননি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status