ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

পরাজয়ের বৃত্ত ভাঙার লড়াই টাইগারদের

স্পোর্টস রিপোর্টার
৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
mzamin

শেষ ১২ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জয় পেয়েছে বাংলাদেশ। এরমধ্যে চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি ম্যাচ অবশ্য পরিত্যক্ত হয় আর পরেরটিতে হেরে যায় ৩৫ রানে। এবার সিরিজের শেষ ম্যাচ গায়ানাতে। হারলেই সিরিজ খোয়াবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে সুযোগ আছে ঘুরে দাঁড়িয়ে পরাজয়ের বৃত্ত ভাঙার। দল হিসেবে খেলতে পারলে এটি সম্ভব বলেই মনে করেন ক্রিকেট বোদ্ধারা। তবে সবশেষ ওমান ও দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকে দল যেন পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছে না। বেশির ভাগ ম্যাচই হারছে ব্যাটারদের ব্যর্থতায়। ব্যাটিং যেন খেই হারিয়েছে। আবার বোলিংটাও নিয়মিত ভালো হচ্ছে না।

বিজ্ঞাপন
সবশেষ ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুতে দারুণ বোলিং হলেও শেষ ম্যাচ ওভারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর ১৯৪ এর লক্ষ্য তাড়া করতে নেমে দলের পক্ষে একমাত্র ফিফটি হাঁকিয়ে ৬২ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। বাকিরা কেউই তাকে সঙ্গ দিতে ব্যর্থ। তবে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বদ্ধপরিকর শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে। কিন্তু তার জন্য দল হিসেবে খেলতে হবে বলেই মনে করেন অধিনায়ক। 

তিনি বলেছেন, ‘সবসময় একটাই লক্ষ্য থাকে, ম্যাচ জেতা। টি-টোয়েন্টিতে আমরা যে রকম দল, ভালো করতে হলে দল হিসেবে ভালো খেলতে হবে। ছোট ছোট প্রতিটি জায়গায় যার যা ভূমিকা, সুনির্দিষ্টভাবে তা পালন করতে হবে। তাহলে দল হিসেবে আমরা ভালো পারফর্ম করি। এটাই আমাদের শক্তির জায়গা।’  গায়নার ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর আগে মাঠে চার ছক্কার লড়াইয়ে কোনো অভিজ্ঞতা নেই টাইগারদের। তবে ২০১৮ পর্যন্ত এ স্টেডিয়ামেই তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ২০০৭ এ দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের আসরে ৬৪ রানে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা। এরপর সবশেষ ২০১৮ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই স্টেডিয়ামে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ জিতে নিয়েছিল টাইগাররা। বলার অপেক্ষা রাখেনা পয়া ভেন্যুতেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। সিরিজের শেষ ম্যাচ জিততে পারলেও শুধু হোয়াইটওয়াশ থেকেই রক্ষা হবে না মানও বাঁচবে টাইগারদের। তবে সেটির জন্য নিজের সেরাটাই দিতে হবে। বিশেষ করে ব্যাটারদের দিকেই তাকিয়ে থাকবে দল। প্রথম ম্যাচে ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে মাঠে নেমেছিলেন তরুণ মুনিম শাহরিয়ার।

 সেই টাইগাররা ব্যাট করলেও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়। তার আগে ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করেছিল বাংলাদেশ। সেখানে মুনিমের ব্যাট থেকে ২ রান কিন্তু পরের ম্যাচেই তাকে বাদ দেয়া হয় একাদশ থেকে। ৮ বছর পর দলে ফেরা এনামুল হক বিজয় ১৬ রান করে দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগ পেলেও তার ব্যাট থেকে এই ম্যাচে আসে ৩ রান। সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিবের সঙ্গে একমাত্র সঙ্গ দিয়েছেন আফিফ হোসেন। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। কিন্তু শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে যোগ হয় ১৫৮ রান।  শেষ ম্যাচে বোলারও দারুণভাবে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে দলের সেরা পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ তাদের প্রতি আস্থার মান রাখতে ব্যর্থ হন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৭ রান খরচায় মোস্তাফিজ ছিলেন উইকেট শূন্য। বিদেশের মাটিতে বাউন্সি আর স্পোর্টিং উইকেট হলে কিছুটা অস্বস্তিতে পড়তে হয় এই পেসারকে। বিদেশের মাটিতে ৩১ টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ৪১টি। তবে ওভারপ্রতি রান খরচ করেন প্রায় ৯ এর কাছাকাছি। 

যেখানে ঘরের মাঠে ৩৪ ম্যাচে উইকেট ৪৬টি, তবে ওভারপ্রতি রান দিয়েছেন সাড়ে ৬ এর নিচে। দুই জায়গার পার্থক্য কেন হচ্ছে নিজেই একটা ব্যাখ্যা দাঁড় করালেন অবশ্য মোস্তাফিজ। তিনি বলেন, ‘এশিয়ার উইকেট এক রকম, এশিয়ার বাইরের উইকেট আরেক রকম। এশিয়ার বাইরে উইকেট বেশি ভালো থাকে। আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে। আর আমি চেষ্টা করি আমার সেরাটা দেয়ার। এশিয়ার মধ্যে দেখবেন (টি-টোয়েন্টিতে) ১৫০ রান করতেই কষ্ট হয়। বাইরে দুইশ’ রানও নিরাপদ নয়। আমার যেটা মনে হয়, এই কারণে ইকোনমি রেট বাড়তে পারে।’ এখন পর্যন্ত বাংলাদেশ দল ৪৮টি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে দেশে ও বিদেশে। 

সেখানে জয় মাত্র ৯টিতে। সিরিজ ড্র করেছে ৭টিতে। এরমধ্যে বিদেশের মাটিতে জয় পেয়েছে মাত্র ৩ সিরিজে। যার একটি ক্যারিবিয়ানদের বিপক্ষে ২০১৮তে। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩ সিরিজে একটিতে হেরেছে টাইগাররা ড্র করেছে একটিতে। আজ আরেকটি সিরিজ বাঁচানোর লড়াই মাহমুদুল্লাহর দলের সঙ্গে। এই ম্যাচ জিততে পারলে ভাঙবে পরাজয়ের শিকলও।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status