ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

এএফসি’র ক্যালেন্ডারে সামঞ্জস্য রেখে বদলাবে বাফুফে!

স্পোর্টস রিপোর্টার
৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
mzamin

এশিয়ান ফুটবল কনফেডারেশনে আসছে আমূল পরিবর্তন। এশিয়ার ৪৭টি সদস্য দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি এবার পরিবর্তন আনছে তাদের বার্ষিক ক্যালেন্ডারে। যেখানে এতদিন জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ছিল তাদের সব কার্যক্রমের সূচি। এখন তা পরিবর্তন করে নেয়া হচ্ছে জুলাই থেকে জুনে। যার বড় প্রভাব পড়বে দেশের ফুটবলে। এএফসি কাপ ফুটবলে বাংলাদেশের হয়ে কোন দল প্রতিনিধিত্ব করবে তা নিয়ে বাফুফেকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এদিকে, এএফসি’র নতুন ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে আগামী মৌসুমে দেশের দলবদল ও ঘরোয়া মৌসুমের ক্যালেন্ডার ঠিক করা হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এ বিষয়ে তিনি বলেন, ‘এশিয়ান ফুটবল কনফেডারেশন যে ক্যালেন্ডারটা ফলো করে তাতে চলমান মৌসুম পর্যন্ত তাদের ক্যালেন্ডারটা ছিল জানুয়ারি টু ডিসেম্বর। কিন্তু এশিয়ার যে দলগুলো, এশিয়ার বিভিন্ন দেশের লীগ- ঘরোয়া প্রতিযোগিতা, সেগুলো কনসিডার করে, সবার সঙ্গে আলোচনা করে তারা কিন্তু প্রিন্সিপ্যালি একটা ডিসিশন নিয়েছে যে, আগামী মৌসুম থেকে তাদের সিজনটি হবে জুলাই টু জুন।’ এএফসি তাদের বার্ষিক ক্যালেন্ডারের সময়সীমায় পরিবর্তন আনায় বড় একটা প্রভাব পড়বে দেশের ফুটবলে। কারণ এই সময়টায় দুই মৌসুমের প্রিমিয়ার লীগ ও ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন কারা তা নির্ধারণ হয়ে যাবে।

বিজ্ঞাপন
সেক্ষেত্রে চারটি দলের মধ্যে কারা খেলবে প্লে-অফ কিংবা কোন দলটি এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে তা নিয়ে তৈরি হবে জটিলতা। কারণ এখন পর্যন্ত নাম জানতে চেয়ে বাফুফেকে কোনো চিঠি পাঠায়নি এএফসি। বিষয়টি নিয়ে বাফুফের এই নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত নাম চেয়ে কোনো চিঠিই পাঠায়নি এএফফসি। আমরা যেটা সবসময় করি, যখনই এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে নাম চাওয়া হয়, সেটা কিন্তু আমাদের প্রফেশনাল ফুটবল লীগ কমিটির মিটিংয়ে আলাপ আলোচনা করে একটা অ্যাপ্রুভালের মাধ্যমে সে নামটা এএফসিকে জানাই।’ তিনি আরও বলেন, সামনে নাম চাইলে আমাদের এই লীগের চ্যাম্পিয়ন দলটা এএফসির যে নেক্সট মৌসুম, সে মৌসুমে অংশগ্রহণ করবে নাকি ইন দ্য মিনটাইম আমরা অন্য কোনো পরিবর্তন করবো, সে বিষয়গুলো আমাদের বাফুফের যে বডি, সেখানে আলাপ-আলোচনা করে ঠিক করবো।’ এএফসির ক্যালেন্ডারের সময়সীমা পরিবর্তন হওয়ায় তাদের সঙ্গে মিল রেখে এবং ফিফা উইন্ডোর সঙ্গে মিলিয়ে আগামীতে দলবদল মৌসুম ও ঘরোয়া ফুটবলের ক্যালেন্ডারের সময়সীমা নির্ধারণের ব্যাপারে পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যা উঠে আসবে পেশাদার লীগ কমিটির পরবর্তী সভায় এমনটা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেন, এএফসি যে নীতিমালা করবে তা মেনেই আমাদের চলতে হবে। সামনের লীগ কমিটিতে বিষয়টি সুরাহা হবে।’ 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status