ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

রাজনগর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন স্থগিত

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার

মৌলভীবাজারের রাজনগরে নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন স্থগিত করা হয়েছে। গতকাল দুপুর ২টায় শুরু হওয়া পরিষদের জরুরি সভায় এ অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।   উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর পত্র এবং সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধনের দাওয়াতপত্র বিভিন্ন দপ্তর ও ব্যক্তিকে পাঠানো হয়। ৭ই জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদকে প্রধান অতিথি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখতকে বিশেষ অতিথি রাখা হয়। তবে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি ও বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে গত ৪ঠা জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পত্র দেন উপজেলা চেয়ারম্যান। কিন্তু পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ৭ই জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ উল্লেখ করে পত্র ইস্যু করা হয়। অনুষ্ঠানটি স্থগিত না করায় স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে গত ৫ই জুলাই একটি পত্র প্রেরণ করেন উপজেলা চেয়ারম্যান। ওই পত্রে বর্তমান পরিস্থিতির আলোকে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত রাখা ও পরবর্তী উদ্বোধনী তারিখ নির্ধারণের জন্য বলা হয়। এ ব্যাপারে পুনরায় সিদ্ধান্ত নেয়ার জন্য ৬ই জুলাই পরিষদের জরুরি সভার আহ্বান করতে অনুরোধ জানিয়ে ইউএনও’কে ৫ই জুলাই পত্র দেন উপজেলা চেয়ারম্যান। পরে ওইদিন দুপুর ২টায় জরুরি সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তিনি কল রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় পরিষদের জরুরি সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন তারিখ পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status