ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নোয়াখালীতে কোরবানির জন্য প্রস্তুত লক্ষাধিক পশু

নাসির উদ্দিন বাদল, নোয়াখালী থেকে
৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার

ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীতে সাড়ে ৬ হাজার গবাদি পশু পালনকারী খামারিরা রয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, জেলায় প্রায় লক্ষাধিক কোরবানির পশু রয়েছে। চাহিদার চেয়েও প্রায় ১০ হাজার বেশি। ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় খামার মালিক-কর্মচারীর পাশাপাশি ঘর গৃহস্থালি গবাদিপশু পালনকারীরা। দিন-রাত তারা পশুগুলোর নানা ভাবে পরিচর্যা করছেন। গবাদিপশুগুলো রাখার স্থানে নানাভাবে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে দেয়ার পাশাপাশি পশুগুলোকে নিয়মিত পরিষ্কার পানি দিয়ে গোসল করাচ্ছেন। কোনো রকম জীবাণু বা ভাইরাস যেন পশুগুলোর শরীরে সংক্রমণ না করতে পারে তার জন্য সবাই সতর্ক রয়েছেন। সবাই কোরবানি পশু জবাই দেয়ার আগে এটি পুরোপুরি সুস্থ কিনা তা যাচাই-বাছাই করে।  নোয়াখালীতে বিগত কয়েক বছর ধরে অসংখ্য ছোট বড় গবাদিপশু খামার গড়ে উঠেছে। খামারগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে উন্নত জাতের গরুর বাচ্চা ক্রয় করে এনে খামারগুলোতে রেখে বিভিন্ন খাবার খাইয়ে ও স্বাস্থ্যসম্মতভাবে পরিচর্যা করে মোটাতাজাকরণ করা হয়।

বিজ্ঞাপন
প্রতিটি খামারের মালিক বাজার থেকে বস্তাজাত বিভিন্ন গো-খাদ্য ক্রয় করে পশুগুলোকে খাওয়ান। বর্তমানে গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়াতে খামার মালিকরা বাড়তি দামে গো-খাদ্য কিনতে হচ্ছে। এতে খামারিরা দুশ্চিন্তায় রয়েছেন। বাড়তি দামে গবাদিপশু বিক্রি করতে না পারলে তাদের লোকসান গুনতে হবে। ঈদের সময় এখন স্থানীয়ভাবে বাজারে পশুর অনেক জোগান রয়েছে। আগের মতো পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা পশুর জন্য তাদের অপেক্ষা করতে হয় না। যে যার মতো দেখে শুনে ক্রয় করতে পারবে, স্বাদ এবং সাধ্যের মধ্যে এতে ক্রেতারা খুশি। জেলার বেগমগঞ্জ শরীয়ত ডেইরি অ্যান্ড পোল্ট্রি, আল মদিনা ডেইরি এবং মানফাত মিট ক্যাটেল অ্যান্ড ডেইরি ফার্মে পাঁচশত কোরবানির বিভিন্ন জাতের ও আকারের গরু রয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবজমিনকে জানান, জেলায় সাড়ে ছয় হাজার খামারি রয়েছে। এতে কোরবানির ঈদের জন্য ৮৯  হাজারের স্থলে ৯৯ হাজার গরু মহিষ বা ছাগল রয়েছে। চাহিদার তুলনায় ১০ হাজার বেশি। এ ছাড়া ক্রয়-বিক্রয়ের জন্য জেলা উপজেলা পর্যায়ে কয়েকটি মিটিং ও বাজার মনিটরিং সেল গঠন করা হয়েছে।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status