ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

শাহ আমানতে ১ কোটি ১০ লাখ টাকার সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
mzamin

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৭ হাজার ২৬২ কার্টনে অবৈধভাবে বিদেশ থেকে আনা ১৪ লাখ ৫২ হাজার ৪শ’ পিস সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে এসব সিগারেট জব্দ করে চট্টগ্রাম কাস্টমস। জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক দাম ১ কোটি ১০ লাখ টাকা। জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ নামের একটি ফ্লাইটে করে অবৈধভাবে সিগারেটের চালানটি আসে। ৭ হাজার ২৬২ কার্টনে সুপার স্লিম ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট, মণ্ড স্ট্রবেরি ফ্লেভার, বেনসন লাইট ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। পণ্যগুলোর আনুমানিক দাম ১ কোটি ১০ লাখ টাকা। পণ্যের চালানটিতে শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ও উচ্চ শুল্ককর আরোপযোগ্য পণ্য অর্থাৎ সিগারেট নিয়ে আসার মাধ্যমে বিপুল রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হচ্ছিল। চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী বলেন, আমাদের কাছে গোপন তথ্য থাকায় বিমানবন্দরে কার্গোওয়ার হাউসে চিরণি অভিযান পরিচালনা করি। পরে এ চালানটির সন্ধান মেলে। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ এবং অন্যান্য প্রযোজ্য আইন মোতাবেক অবৈধভাবে আনা সিগারেটগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের জন্য কাস্টোডিয়ান শাখায় পাঠানো হচ্ছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status