ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূল হোতাসহ পাঁচজন আটক

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৬ জুলাই ২০২২, বুধবার, ৭:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৬ অপরাহ্ন

mzamin

আরাম ও স্বস্তিদায়ক হওয়ায় দেশের অধিকাংশ মানুষই ট্রেনে ভ্রমণ করে থাকে। তবে স্বস্তির পরিবহনে অস্বস্তির কারণ হলো ট্রেনের টিকেট ক্রয়ের বিরম্বনা। বর্তমানে অনলাইনে টিকিট সেবা চালু থাকলেও দেশের প্রান্তিক মানুষের প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় ই-টিকিট সেবা গ্রহণ করতে পারছে না। এছাড়া সার্ভার ডাউনের কারণে অনেক চেষ্টার পরও টিকিট কিনতে ব্যর্থ হোন অনেকে। আবার স্টেশনে কুচক্রী ব্যবসায়ীদের কালোবাজারিতে অনেকে অতিরিক্ত দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে ঈদে বা কোনো উৎসবকে কেন্দ্র করে এমন দুর্ভোগ বেশি পোহাতে হয় যাত্রীদের।
এমন পরিস্থিতিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৩ ট্রেনে অপরাধ চিহ্নিতকরণে কাজ করছে। সম্প্রতি র‌্যাব-৩ এ অভিযোগ আসে, ঈদ সামনে রেখে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের দৌরাত্ব বাড়ছে কমলাপুর রেল স্টেশনে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ঠা জুলাই সোমবার র‌্যাব-৩ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের সার্বিক দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালোবাজারি করে ট্রেনের টিকেট বিক্রির সময় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচজনকে আটক করে।
র‌্যাব-৩ জানায়, এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের টিকেট উদ্ধার করা হয়। এসব টিকেট ফটোকপি করে চড়াদামে (১২ থেকে ১৩ হাজার টাকায়) বিক্রি করে আসছিল প্রতারক চক্রটি।

বিজ্ঞাপন
প্রতারক চক্রের মূল হোতাসহ পাঁচ জনকে আটক করার পর কমলাপুর রেলওয়ের টিকেট নির্বিঘ্নে পাচ্ছে সর্বসাধারণ। র‌্যাব আরো জানায়, র‌্যাব-৩ এর আওতাধীন সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় প্রতিনিয়ত কাজ করছে র‌্যাব-৩।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status