ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

আমদানির খবরে মণপ্রতি ৪০০ টাকা কমলো পেঁয়াজের দাম

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ জুলাই ২০২২, বুধবার, ১১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৪ অপরাহ্ন

mzamin

ভারত থেকে পিয়াজ আমদানির খবরে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার  ফরিদপুরে পেঁয়াজের দাম মণপ্রতি প্রায় ৪০০ টাকা কমে গেছে।
মঙ্গলবার জেলার কানাইপুর, সালথা, নগরকান্দা, বোয়ালমারী বাজারে প্রতিমণ পেঁয়াজ কমবেশি এক হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।  

কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সোমবার পর্যন্ত আমরা মণপ্রতি পেঁয়াজ ক্রয় করেছি সর্বোচ্চ এক হাজার ৭০০ টাকায়। আজ দর নেমে দাঁড়িয়েছে এক হাজার ২০০ টাকায়। হঠাৎ দরপতনের কারণে আমার মতো আরও অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুর। জেলায় এ বছর ৪১ হাজার হেক্টর জমিতে প্রায় ছয় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এটি দেশের মোট উৎপাদনের ২০ শতাংশ।

কানাইপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ও কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, “পেঁয়াজ আমদানি আরও কিছুদিন পরে করলে ভাল হতো। তাহলে প্রান্তিক চাষিরা তাদের পেঁয়াজ বাজারে ছেড়ে দিত। এখন ব্যবসায়ী ও কৃষক উভয়ই ক্ষতির মুখে পড়ল।”
 

বিজ্ঞাপন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status