ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

ইসরাইল হামলা চালালে  ‘নতুন’ অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

মানবজমিন ডিজিটাল

(৫ মাস আগে) ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৭ অপরাহ্ন

mzamin

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমতি পেলেই ইরানের হামলার কড়া জবাব দেয়া হবে। সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান। মধ্যপ্রাচ্যের আকাশে ঘনাচ্ছে আশংকার কালো মেঘ। এর মধ্যেই ইরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে ,  ইসরাইল হামলা চালালে সঙ্গে সঙ্গে তার জবাব দেয়া হবে এবং  এমন অস্ত্র কাজে লাগানো হবে যা আগে কোনওদিন ব্যবহার করা হয়নি। ইসরাইলের সামরিক প্রধান, হারজি হালেভি জোর দিয়েছিলেন যে, ইসরাইল তার পরবর্তী পদক্ষেপগুলো বিবেচনা করছে এবং ১৩ এপ্রিল করা ইরানের হামলার  প্রতিক্রিয়া জানানো হবে।  যখন ইরানের রাজনীতি  বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি জোর দিয়েছিলেন যে, ইরানের থেকে প্রতিক্রিয়া আসতে  কয়েক সেকেন্ডেরও কম সময় লাগবে। ১৩ এপ্রিল, ইরান প্রথমবারের মতো তার চিরশত্রু ইসরাইলের উপর সরাসরি আক্রমণ শুরু করে। ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে। সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনস্যুলেট ভবনে ১লা এপ্রিলের একটি মারাত্মক বিমান হামলার প্রতিক্রিয়ায় এই হামলা হয়েছিল। যার পেছনে  ব্যাপকভাবে ইসরাইলকে দায়ী করা হয়।

এক নজরে দেখে নেয়া যাক পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে-

এদিকে  ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের আক্রমণের প্রতিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো তার যুদ্ধবিষয়ক মন্ত্রিসভাকে  তলব করেন। সরকার এখনও  পর্যন্ত  সিদ্ধান্তের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, নেতানিয়াহু মার্কিন শীর্ষ কর্মকর্তা স্টিভ স্কালিসের সাথে কথোপকথনে বলেছেন যে, ‘ইসরাইল আত্মরক্ষার জন্য যা যা করা দরকার তা করবে’।

ইসরাইলের সামরিক প্রধান বলেছেন, আমরা সামনের দিকে তাকিয়ে চলি ,আমরা আমাদের পদক্ষেপগুলোকে মেপে ফেলি এবং ইসরাইল রাষ্ট্রের ভূখণ্ডে এতগুলো ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ইউএভিগুলোর এই উৎক্ষেপণের জবাব দেয়া হবে ।

সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি যোগ করেছেন যে, 'প্রতিক্রিয়া জানাতে আমরা উপযুক্ত সময়টাই বেছে নেবো।

 ইসরাইলের চ্যানেল ১২ অনুসারে, যুদ্ধ মন্ত্রিসভা তার বৈঠকে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেছে ইসরাইলের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে আঘাত করার উদ্দেশ্যে,  কিন্তু সর্বাত্মক যুদ্ধ না বাধিয়ে ।

ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আবোলফাজল আমাউই বলেছেন যে, দেশটি ইসরাইলি উত্তেজনা দমাতে  সমস্ত সম্ভাব্য পরিস্থিতির জন্য ব্যাপক কৌশল তৈরি করেছে এবং যে কোনও ইসরাইলি হামলার ক্ষেত্রে  'নতুন অস্ত্র" মোতায়েন করতে প্রস্তুত।

ইসরাইল সংঘাতকে আরও না বাড়াতে প্রবল আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ ইসরাইলকে  সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে যুদ্ধ দেখতে চাই না। আমরা আঞ্চলিক সংঘাত দেখতে চাই না।  এ বিষয়ে  ইসরাইলকে  সিদ্ধান্ত নিতে হবে তারা  কীভাবে প্রতিক্রিয়া জানাবে। '

হোয়াইট হাউস বলেছে যে, ইরান গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরাইল বা তার সম্ভাব্য লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সময়সীমা সম্পর্কে সতর্কতা প্রদান করেনি এবং পেন্টাগন যোগ করেছে "আমরা অবশ্যই এই অঞ্চলে আমাদের বাহিনীকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব"।

চীন বলেছে , তারা বিশ্বাস করে , ইরান তার সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষা করার সময়  পরিস্থিতি ভালভাবে বিবেচনা করবে  এবং এই অঞ্চলকে আরও অশান্তির হাত থেকে রক্ষা করবে।  যখন রাশিয়া প্রকাশ্যে তার মিত্র ইরানের সমালোচনা করা থেকে বিরত থেকে বলেছে   "আরো উত্তেজনা কারও স্বার্থেই কাজে আসবে না । "

বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন,  গ্রুপ অফ সেভেন (G7) শীর্ষস্থানীয় শিল্পোন্নত দেশগুলো ইসরাইলে ড্রোন হামলার পরে ইরানের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের বিষয়ে ভাবনাচিন্তা  করছে।

এদিকে, ইসরাইলি কর্তৃপক্ষ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু জরুরি ব্যবস্থা প্রত্যাহার করেছে, যার মধ্যে কিছু স্কুলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এবং বড় জমায়েতের সীমাবদ্ধতা অন্তর্ভুক্ত ছিল। যদিও দেশটি উচ্চ সতর্কতার মধ্যে আছে ।

সূত্র : ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

সম্পর্ক নষ্টের আশঙ্কা নাকচ পররাষ্ট্র উপদেষ্টার/ হাসিনার হাতে ভারতের ট্রাভেল পাস, অন্যত্র আশ্রয়ের ব্যর্থ চেষ্টা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status