খেলা
নেইমারের বাবার ধার পরিশোধ করলেন আলভেজ
(৯ মাস আগে) ১২ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৪:০১ অপরাহ্ন
বার্সেলোনার নৈশ ক্লাবে এক তরুণীকে ধর্ষণ করার দায়ে ব্রাজিল ও বার্সেলোনার সাবেক ডিফেন্ডার দানি আলভেজ ১৪ মাস কারাভোগের পর গত মাসে জামিনে ছাড়া পান। জামিনের জন্য ১০ লাখ ইউরো মুচলেকা দেওয়ার লেগেছে। আরেক ব্রাজিলিয়ান নেইমারের বাবা আলভেজকে এই টাকা ধার দেন। এবার নেইমারের বাবার দেওয়া ধারের টাকা পরিশোধ করলেন এই সাবেক ব্রাজিল তারকা।
বার্তা সংস্থা এএফপি জানায়, আলভেজ বিচারকাজ চলার সময় নেইমারের বাবার কাছ থেকে নেওয়া দেড় লাখ ইউরো শোধ করে দিয়েছেন। আলভেজের আইনজীবী ইনেস গার্দিওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
ফ্রান্সের ক্রীড়া দৈনিক এল পাইস জানায়, জামিনে ছাড়া পাওয়ার পর ব্রাজিলের একটি বিখ্যাত সাময়িকীর সঙ্গে নাকি আলভেজের বড় অঙ্কের চুক্তি হয়েছে। সেখান থেকে পাওয়া পারিশ্রমিক দিয়েই নেইমারের বাবার কাছ থেকে নেওয়া ধার শোধ করেছেন।