খেলা
এবার পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মিলনে ও অ্যালেন
স্পোর্টস ডেস্ক
(৬ মাস আগে) ১২ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন
এমনিতেই আইপিএলের কারণে নিউজিল্যান্ডের ৯জন ক্রিকেটার পাকিস্তান সফর করছেন না। এবার চোটের কারণে ছিটকে গেলেন ফাস্ট বোলার অ্যাডাম মিলনে ও ওপেনার ফিন অ্যালেন। বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন টম ব্লান্ডেল ও জ্যাক ফকস।
পাকিস্তান সফরে বিশ্রামের তালিকায় টিম সাউদি, উইল ইয়াং ও টম ল্যাথাম। দলের অধিনায়কত্ব করবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।
বদলি হিসেবে ডাক পাওয়া টম ব্লান্ডেল টেস্ট দলে নিয়মিত হলেও টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৭টি। আর পেস বোলিং অলরাউন্ডার জ্যাক ফকস এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন।
এবারের পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ১৮ এপ্রিল। সিরিজের প্রথম তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে, শেষ দুটি লাহোরে।