খেলা
ঈদ: মোস্তাফিজুর ভারতে, মুশফিক বগুড়ায়
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১:৩১ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচির কারণে অনেক সময়ই ক্রিকেটারদের দেশের বাইরে ঈদ করতে হয়। তবে এবার দেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা।
জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঈদ করছেন রাজশাহীতে। ঢাকা লীগের বিরতিতে রাজশাহীতে যান তিনি।
ইনজুরির কারণে শ্রীলঙ্কা সিরিজ খেলতে পারেননি মুশফিকুর রহিম। ঢাকায় কিছুদিন থেকে মুশফিক গিয়েছেন বগুড়ায়। ঈদ সেখানেই কাটাবেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদ পরিবার নিয়ে ঈদ করছেন ময়মনসিংহে। এছাড়া মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেনরাও নিজ নিজ জন্মস্থানে পরিবারের সঙ্গে ঈদ করছেন। চাঁদপুরে ঈদ করবেন মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন চট্টগ্রামে, রিশাদ হোসেনের ঈদ নীলফামারীতে।
আর তাসকিন ঢাকাতেই ঈদ করছেন পরিবারের সঙ্গে। তার মতো তামিম ইকবালেরও ঈদ কাটবে ঢাকায়। তবে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে গেছেন ঈদ করতে।
তবে ব্যতিক্রম মোস্তাফিজুর রহমান। আইপিএলের ব্যস্ততায় এবার ভারতে ঈদ করছেন এই বাহাতি পেসার।