খেলা
প্রথম লেগে জিতে এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
(১০ মাস আগে) ১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৮:৫১ পূর্বাহ্ন

শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্রুত দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণও নেয় তারা। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বরুশিয়া ডর্টমুন্ড। ব্যবধান কমিয়ে ফিরতি আশা বাচিয়ে জার্মান ক্লাবটি।
আজ ওয়ান্দা মেত্রোপলিতানোয় চ্যাম্পিয়ন্স লীগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। রদ্রিগো দে পল ও সামুয়েল লিনোর গোলে অ্যাটলেটিকো এগিয়ে যাওয়ার পর বরুশিয়ার হয়ে ব্যবধান কমান সেবাস্টিয়ান হলার। আগামী মঙ্গলবার ফিরতি লেগ হবে বরুশিয়ার মাঠে।