বিশ্বজমিন
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, সতর্কতা আইএইএ’র
মানবজমিন ডেস্ক
৯ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নতুন করে ড্রোন হামলার পর বড় রকমের পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা করছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ। এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া। হামলায় আহত হয়েছেন তিনজন। তবে রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। ইউক্রেনের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এ প্রতিষ্ঠানটি বিশাল। এতে আছে ৬টি পারমাণবিক চুল্লি। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে এর অবস্থান। এতে যে হামলা করা হয়েছে সব সময় বার বার এ বিষয়ে সতর্কতা দিয়ে আসছে আইএইএ। এ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, রোববার চালানো এই ড্রোন হামলা ছিল বেপরোয়া। এতে পারমাণবিক নিরাপত্তা ও নিরাপত্তায় বিপদ বৃদ্ধি করবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্র ইউক্রেনের দক্ষিণে অবস্থিত এবং ইউরোপের সবচেয়ে বৃহৎ এই কেন্দ্র। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর অল্প পরেই এই কেন্দ্রটি দখল করে নেয় রাশিয়ান বাহিনী। তারপর থেকে এটি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। ২০২২ সাল থেকে এই বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। তা সত্ত্বেও এর একটি চুল্লিকে ঠাণ্ডা রাখার জন্য অব্যাহতভাবে বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন হয়। এর অর্থ এই বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি অফ রাখা হয়নি।