শিক্ষাঙ্গন
ঢাবির `ক’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০.৩৯ শতাংশ
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(১ মাস আগে) ৪ জুলাই ২০২২, সোমবার, ১:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২০ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, পরীক্ষায় অংশ নেওয়া ১ লক্ষ ১০ হাজার ৩৭৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৪৬৬ জন। সে হিসেবে পাসের হার ১০.৩৯ শতাংশ।
আজ সোমবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।গত ১০ জুন ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট(https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাচ্ছে। এছাড়া মুঠোফোনেও ফল পাওয়া যাচ্ছে। মুঠোফোনে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে গ্রামীণফোন ব্যতীত অন্যান্য মোবাইল অপারেটর থেকে DU GA টাইপ করে 16321 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।
ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসকৃত সব শিক্ষার্থীকে ৬ জুলাই বিকেল ৩টা থেকে ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ১৭ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। তা যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে।
প্রকাশিত ফলাফলে কোন শিক্ষার্থী অসন্তুষ্ট হলে তিনি উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য ১ হাজার টাকা ফি দেওয়া সাপেক্ষে ৬ থেকে ২১ জুলাই পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয়ে আবেদন করতে পারবেন।
।
পাঠকের মতামত
আমার ছেলে ক ও ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে। ক ইউনিটের ফল ৩৯.৫ ও ঘ ইউনিটের ৩৯.৫ । এখানে কারসাজি হয়েছে। ওর কয়েকটা বন্ধুর same রেজাল্ট।
Original Assessment of the Examination. Not like the Board Examination.