অনলাইন
ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় আজিজ খান
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ৩ এপ্রিল ২০২৪, বুধবার, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২১ অপরাহ্ন
ফোর্বস প্রকাশিত ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকায় প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ফোর্বসের এই তালিকায় ৭৮টি দেশের ২ হাজার ৭৮১ জন বিলিয়নিয়ারের প্রকাশ করা হয়েছে। তালিকায় ২ হাজার ৫৪৫ নম্বরে রয়েছেন আজিজ খান, যার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ দশমিক ১ বিলিয়ন ডলার এবং আয়ের খাত হিসেবে জ্বালানি খাতের কথা বলা হয়েছে। ফোর্বসের তথ্য অনুসারে, আজিজ খান বর্তমানে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। এর আগে তিনি সিঙ্গাপুরের ৪১তম ধনী ব্যক্তি হিসেবে তালিকায় এসেছিলেন।
ফোর্বসের সর্বশেষ তালিকায় ২৩৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে প্রথম স্থানে রয়েছেন ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নল্ট। ১৯৫ বিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে ইলন মাস্ক এবং ১৯৪ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন জেফ বেজস। এ ছাড়া, ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ ১৭৭ বিলিয়ন ডলার নিয়ে রয়েছেন চতুর্থ অবস্থানে। ফোর্বসের তালিকায় দীর্ঘসময় প্রথম অবস্থান ধরে রাখা বিল গেটস এবারের তালিকায় আছেন সপ্তম অবস্থানে। তার মোট সম্পদের পরিমাণ ১২৮ বিলিয়ন ডলার। ওয়ারেন বাফেট ১৩৩ বিলিয়ন ডলার নিয়ে আছেন ষষ্ঠ অবস্থানে। তালিকায় প্রথম দশের মধ্যেই রয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ ১১৬ বিলিয়ন ডলার। ভারতীয় ধনকুবের গৌতম আদানির অবস্থান ১৭তম। যার মোট সম্পদের পরিমাণ ৮৪ বিলিয়ন ডলার। তালিকায় সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। দেশটির মোট ৮১৩ জন বিলিয়নিয়ারের নাম রয়েছে তালিকায়।
কুইক রেন্টাল দুর্নীতির আংশিক রেজাল্ট।
আমাকে একটা কুইক রেন্টাল লীজ দাও না, আমি বিলিউনিয়ার হতে চাই। দেশের সুনাম কুরিয়ে আনতে চাই।
এরপর বেনজির সাহেব ।
ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় আজিজ খান:আগামী বছর বেনজিরের নাম আসবে
কুইক রেন্টাল !! কুইক বিলিয়নিওর !
বাপের বেটা, বাংলাদেশের গৌরব! নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয়, সেই আশরাফ জীবন যার পূণ্য কর্মময়! গর্বে সবার মাথা হিমালয়ের কাঞ্চনজংঘা স্পর্শ করেছে ইত্যবসরে।
এই মানুশগুলাকে চিনে রাখুন সবাই। এরাই দেশ থেকে টাকা পাচার করে বিদেশে সম্পদ গড়েছে। দেশ ধ্বংসের জন্য এরাই দায়ী।