অনলাইন
পশ্চিমবঙ্গের চার বিজেপি নেতার জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা
অনলাইন ডেস্ক
(৮ মাস আগে) ৩ এপ্রিল ২০২৪, বুধবার, ৮:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ন
ভারতে আসন্ন লোকসভা ভোটের আগে বাংলার চার বিজেপি নেতাকে বিশেষ সুরক্ষা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই চার বিজেপি নেতা হলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, বিজেপির কোচবিহারের জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ এবং কোচবিহারের বিজেপির এগ্জিকিউটিভ সদস্য তাপস দাস। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 'ওয়াই+' ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হয়েছে, আর অর্জুন সিংকে 'জেড' ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হয়েছে। তবে বর্মন ও দাস উভয়কেই 'এক্স' ক্যাটাগরির অধীনে নিরাপত্তা দেয়া হয়েছে। জেড ক্যাটাগরিতে ২২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ৪-৬ জন সিআরপিএফ বা সিআইএসএফ কমান্ডো এবং পুলিশকর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকেন। এছাড়াও থাকে অন্তত ৫টি গাড়ির কনভয়, যার মধ্যে একটি বুলেট প্রুফ। এই নিরাপত্তায় খরচের বহন প্রতি মাসে অন্তত ১৫ থেকে ২৫ লক্ষ টাকা। অভিজিৎ বাবুর জন্য যে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা বলয় দেয়া হয়েছে তাতে থাকে ২ জন কমান্ডো, আট জন জওয়ান এবং অন্তত ২টি গাড়ির কনভয়। এর জন্য মাসে অন্তত ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়ে কেন্দ্রের।
‘এক্স’ ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থায় নেতাদের সঙ্গে ২ জন জওয়ান থাকেন। সঙ্গে থাকবে একটি কিংবা দু’টি গাড়ির কনভয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অর্জুন সিং মাত্র গত মাসে বিজেপিতে যোগ দিয়েছেন, রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক ল্যান্ডস্কেপের মধ্যে তাদের নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কেন্দ্রের বিজেপি সরকার। জেড প্লাস ক্যাটেগরির সুরক্ষা পান অমিত শাহ, রাজনাথ সিং-এর মতো বিশিষ্ট নেতারা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পান সর্বোচ্চ স্তরের এসপিজি নিরাপত্তা। কেন এঁদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হল, তা স্পষ্ট না বললেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, ভোটের আগে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই নেতাদের রাজনৈতিক গুরুত্বের নিরিখে এই পদক্ষেপ করা হয়েছে। অভিজিৎ এবং অর্জুনকে বিজেপিতে যোগদানের পরদিন অর্থাৎ ২৭শে মার্চ থেকে নিরাপত্তা দেয়া হচ্ছে। বর্মন এবং দাসকে ২৯ মার্চ থেকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। তৃণমূলে যোগ দেয়ার জন্য বিজেপির সাথে সম্পর্ক ছিন্ন করার প্রায় ২০ মাস পরে, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং গত মাসে আবার বিজেপিতে ফিরে আসেন। ব্যারাকপুরের সাংসদ অর্জুন যিনি ২০১৯ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিনেশ ত্রিবেদীকে প্রায় ১৩,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন, এই বছর একই আসন থেকে বিজেপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সূত্র : দ্য ইকোনোমিক টাইমস