ঢাকা, ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

বুশরা বিবিকে বন্দিদশায় বিষ খাওয়ানো হয়েছিলো, বিস্ফোরক অভিযোগ ইমরানের

মানবজমিন ডিজিটাল

(৭ মাস আগে) ৩ এপ্রিল ২০২৪, বুধবার, ৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন

mzamin

বিষ খাওয়ানো হয়েছিলো বুশরা বিবিকে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন যে তার স্ত্রী বুশরা বিবিকে  ইসলামাবাদে তাদের ব্যক্তিগত বাসভবনে গৃহবন্দী অবস্থায় বিষ খাওয়ানো হয়েছিলো, সেইসময় তাদের বাসভবনকে জেলে পরিণত করা হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই-এর খবরে বলা হয়েছে, ইমরান  হুঁশিয়ারি দিয়েছিলেন যে স্ত্রীর কোনো ক্ষতি হলে দেশের সেনাপ্রধানকে এর জবাবদিহি করতে হবে। পিটিআই নেতা আদিয়ালা কারাগারে ১৯০ মিলিয়ন পাউন্ডের তোশাখানা দুর্নীতি মামলার বিচারে উপস্থিত ছিলেন। তিনি বিচারককে জানান যে, বুশরা বিবি তার ত্বক এবং জিহ্বায়  বিষ প্রয়োগের চিহ্ন প্রদর্শন করেছেন। ইমরান খান তার স্ত্রীর কোনো ক্ষতি হলে পাকিস্তানের সেনাপ্রধানকে (জেনারেল অসীম মুনির) দায়ী করার জন্য আদালতের প্রতি আহ্বান জানান। তিনি অভিযোগ করেছেন যে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ইসলামাবাদে তার বানি গালার বাসভবন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বিষয়গুলি নিয়ন্ত্রণ করছে। ইমরানের দাবি, 'আমি জানি এর পিছনে কারা রয়েছে।''

 খান আদালতকে তার স্ত্রী বুশরার ডাক্তারি পরীক্ষার আদেশ দেয়ার জন্য অনুরোধ করেন। বুশরাকে বিষ প্রয়োগের অভিযোগ তদন্তেরও আহ্বান জানান তিনি। একটি পিটিআই রিপোর্ট অনুসারে, বুশরা বিবি দাবি করেছেন যে দলের মধ্যে গুজব ছড়িয়েছে যে তাকে "আমেরিকান এজেন্ট" হিসাবে বিবেচনা করা হয়েছে এবং তাকে একটি সুপরিচিত টয়লেট ক্লিনার দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে। বুশরার দাবি টয়লেট ক্লিনারের "তিন ফোঁটা" করে তার খাবারে মেশানো হয়েছিল, এক মাস ধরে এটি খাওয়ার পরে একজন ব্যক্তির স্বাস্থ্যের অবনতি হয়। পাকিস্তানের প্রাক্তন ফার্স্ট লেডির দাবি, তার চোখ ফুলে যায়, তিনি তার বুকে এবং পেটে ব্যথার পাশাপাশি অস্বস্তি অনুভব করেন।  খাবার এবং পানির স্বাদও তিক্ত মনে হতে থাকে । কিছু সন্দেহজনক পদার্থ আগে মধুতে মেশানো হয়েছিল এবং এখন তার খাবারে টয়লেট ক্লিনার মেশানো হয়েছে।  তার খাবারে কী যোগ করা হয়েছে সে সম্পর্কে জেলের একজন তাকে বলেছে জানিয়ে বুশরা বলেন,  আমি কোনোও  নাম প্রকাশ করব না। '

সূত্র : wionews

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status