খেলা
‘ব্যাক টু ব্যাক’ হ্যাটট্রিক রোনালদোর, আল নাসরের গোল উৎসব
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ৩ এপ্রিল ২০২৪, বুধবার, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২৯ অপরাহ্ন
আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে একটি ম্যাচ খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্লোভেনিয়ার বিপক্ষে সেই ম্যাচে ২-০ গোলে হারে পর্তুগিজরা। এতে সমালোচিত হন রোনালদো। সিআরসেভেন থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে বলেও অভিযোগ ওঠে। তীব্র সমালোচনার মুখে ক্লাবে ফিরে বিধ্বংসী পারফরম্যান্স দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো। পেলেন ‘ব্যাক টু ব্যাক’ হ্যাটট্রিকের দেখা। মঙ্গলবার রাতে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে সৌদি প্রো লীগের ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে আবহা ক্লাবকে ৮-০ গোলে বিধ্বস্ত করে আল নাসর। আগের ম্যাচে আল তা’ঈ এফসির বিপক্ষেও তিন গোল করেছিলেন রোনালদো।
প্রতিপক্ষের মাঠে আল নাসরের গোল উৎসবের শুরুটা করেন ক্রিস্টিয়ানো রোনালদোই। পর্তুগিজ সুপারস্টারের ১১তম মিনিটের গোলে লিড নেয় আল নাসর। ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাঁচ ব্যালন ডি’অরের মালিক। ৩৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। ৪২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ৪৪ মিনিটে অ্যারাবিয়ান মিডফিল্ডার আব্দুলমাজিদ আল-সুলাইহিমের গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেন আরো দুই অ্যারাবিয়ান ফুটবলার। ৫১তম মিনিটে আব্দুলরহমান গারিবের লক্ষ্যভেদের পর ৬৩ ও ৮৬তম মিনিটে জোড়া গোল করেন আব্দুল আজিজ আল-আলিয়া।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আবহা ক্লাবের বিপক্ষে ক্যারিয়ারের ৬৫তম হ্যাটট্রিক পেলেন রোনালদো। ফুটবল পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টার তথ্য মতে, ৩০ বছরের আগে প্রথম ৩০টি হ্যাটট্রিক করেন রোনালদো। ৩০-এর পর বাকি ৪৫টি হ্যাটট্রিকের দেখা পান ক্রিস্টিয়ানো। ফুটবল ইতিহাসে আগে থেকেই দ্বিতীয় সর্বাধিক হ্যাটট্রিকের মালিক সিআরসেভেন। সর্বাধিক হ্যাটট্রিকের রেকর্ডটি প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। বর্ণাঢ্য ক্যারিয়ারে ৯২ বার হ্যাটট্রিক করেছেন কালো মানিক। এই তালিকায় তিনে থাকা লিওনেল মেসির হ্যাটট্রিক সংখ্যা ৫৬।
বিধ্বংসী জয়ের পর ম্যাচের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ক্রিস্টিয়ানো রোনালদো। শিরোনামে লিখেন, ‘আমাদের গতি কমছে না!’
২৬ ম্যাচে ২০ জয় ও ২ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগ টেবিলের দুইয়ে আল নাসর এফসি। শীর্ষে থাকা আল হিলাল এফসির ৭৪ পয়েন্ট। আর ১৭তম স্থানে থাকা আবহা ক্লাবের পয়েন্ট ২২।