অনলাইন
সেই ইউএনও'র বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ
অনলাইন ডেস্ক
(৫ মাস আগে) ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২১ পূর্বাহ্ন
শেরপুর জেলার নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে তথ্য কমিশন।
মঙ্গলবার তথ্য চাইতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাওয়া সাংবাদিক শফিউজ্জামান রানাকে অসহযোগিতার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তথ্য কমিশনের তলবে হাজির হন নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।
এদিন সকাল সোয়া ১০টায় তিনি তথ্য কমিশনের কার্যালয়ে হাজির হন। বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের কার্যালয়ে তার ব্যাখ্যা দেন তিনি।
বের হয়ে তিনি গণমাধ্যমকে বলেন, যা বলার আমি তথ্য কমিশনকে বলেছি। আমি কোনো ক্ষমতার অপব্যবহার করিনি। তিনি অপরাধ করেছিলেন বলে তাকে শাস্তি দেয়া হয়েছে।
ঝুলে ঝুলে গাইড মুখস্ত করে আজ টিএনও ...... এই বিসিএস টা জরুরী ভিত্তিতে বন্ধ করে দেয়া উচিত। কি একটা মজা, মুখস্তবিদ্যা দিয়া আইসাই গরম ভাত !!!!
বাপের তালুক পেয়েছে এরা
AMON OFFICER BANGLAR GHORE GHORE 5 TA KORE HOK
দাড়ি টুপি মত হিজাবকে খারাপ কাজের খারাপ লোকের প্রতীক হিসেবে ব্র্যান্ডিং করছে এসব নিচু শ্রেণীর কিছু মানুষ । আফসোস । বিরাট আফসোস ।
এনারা হচ্ছেন নব্য জমদার । জমদারী হুঙ্কার জনগণকেতো শুনতেই হবে। আরোও একশতবার দেশ স্বাধীন করলেও সাধারণ গণ মানুষ হাজার বছর আগেও যেই তিমিরে সেই তিমিরেই থাকবে।
এখনকার অফিসাররা জাতির সেবার চেয়ে নিজের ব্রান্ডিং এ ব্যস্ত।মানটা আগের চেয়ে অনেক নেমেছে।