বিনোদন
মোশাররফ-মাহির ‘নেশার লাটিম’
স্টাফ রিপোর্টার
১ এপ্রিল ২০২৪, সোমবারঈদে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী সামিরা খান মাহি। নাটকের নাম ‘নেশার লাটিম’। চয়ন দেবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান। এতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, খালিদ মাহমুদ মিঠুসহ অনেকে। মাহি বলেন, বেশ অন্যরকম গল্পের নাটক। আর মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই দারুণ। এ নাটকটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।