বিনোদন
চমকে দিলেন সিয়াম
স্টাফ রিপোর্টার
৩১ মার্চ ২০২৪, রবিবার
শুক্রবার ছিল চিত্রনায়ক সিয়াম আহমেদের জন্মদিন। আর এদিন সন্ধ্যায় এলো তার নতুন ছবির ঘোষণা। সিনোমর নাম ‘জংলি’। পরিচালনা করেছেন এম রাহিম। পোস্টারে নিজের নতুন লুকে চমকে দেন সিয়াম। এতে দেখা গেছে সিয়ামের পরনে লুঙ্গি, গায়ে শার্ট, চোখে সানগ্লাস পরে অ্যাকশন লুকে বসে আছেন। তার কাঁধে কাক বসা, ঠোঁটে পাতার বিড়ি, একহাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের জ্বলজ্বলে শিখা। এরইমধ্যে নায়কের এই লুক প্রশংসায় ভাসছে নেটদুনিয়ায়ও।