রাজনীতি
জাতিকে দুভাগে বিভক্ত করেছে আওয়ামী লীগ: আমিনুল
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ৮:৫৯ অপরাহ্ন
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আজ পুরো জাতিকে দুভাগে বিভক্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ পক্ষে গণতন্ত্রকামী জনতা, আরেক পক্ষ বাকশালি শাসকগোষ্ঠী। বাকশালি শাসকগোষ্ঠী আজ ৭১-এর মত রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই রাজাকাররা গণতন্ত্রকামী জনতার ওপর দমন-পীড়ন চালাচ্ছে। কারাগারে নিয়েও করা হচ্ছে অত্যাচার। গুম-খুন করা হচ্ছে বিরোধী নেতাকর্মীদের।
শুক্রবার বিকালে মিরপুর থানার ৭, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ড, শাহআলী থানাধীন ৮ ও ৯৩ নং ওয়ার্ড, দারুসসালাম থানাধীন ৯ ও ১০ নং ওয়ার্ড এবং তুরাগ থানাধীন ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ড বিএনপি'র পৃথক পৃথক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল বলেন, সাধারণ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে জনজীবন আজ নাভিশ্বাস হয়ে ওঠেছে। চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা অসহায়। দুর্নীতি আজ মাকড়সার জালের মত সারাদেশে বিস্তার করেছে। নিষ্পেষিত হচ্ছে হতদরিদ্র মানুষগুলো। এ থেকে জাতিকে উদ্ধার করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনােয়ারুজ্জামান আনোয়ার, মোস্তফা জামান, দারুস সালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু, উত্তর বিএনপির সদস্য মাহবুবুল আলম মন্টু, হাজী ইউসুফ, হাফিজুল হাসান শুভ্র, মো: হানিফ মিয়া, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম এ রাজ্জাক, সহ থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।