ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

আলাপন

মানসম্মত কাজ করতে চাই- শাহরিয়ার শুভ

মুজাহিদ সামিউল্লাহ

(১ বছর আগে) ২ জুলাই ২০২২, শনিবার, ১২:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৭ অপরাহ্ন

mzamin

জীবনের কঠিন এক সময় পারি দিয়ে আবারো নিজের অভিনয় মেলে  ধরছেন অভিনেতা শাহরিয়ার শুভ। সম্প্রতি এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের সঙ্গে জুটি বেঁধে 'ব্যবধান' শিরোনামরে একটি খন্ড নাটকে অভিনয় করেছেন তিনি। এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। নাটকটির গল্প ও আপনার চরিত্র কেমন? এ অভিনেতা বলেন, হিন্দু মুসলিম প্রেমিক যুগলের যুগলের ভালোবাসার কাহিনী দেখা যাবে 'ব্যবধান' নাটকে।

মেহজাবিন, জোভান ও  আমাকে নিয়েই এই নাটকে গল্প এগিয়ে যায়। আর এতে আমি হিন্দু একজন যুবক দীপক নামের চরিত্রে অভিনয় করেছি। আমাদের সমাজে আজও ধর্ম অনেক কিছুতেই বাধা হয়ে দাঁড়ায়। আমি ও মেহজাবিনের শুভ পরিণয়ে এই নাটকের সমাপ্তি হয়। আর কোনো নাটকে কাজ করা হয়েছে? শাহরিয়ার শুভ বলেন, এর বাইরে শিহাব শাহীনের নির্দেশনায় 'আবারও অঘটন' নাটকটিতে কাজ করেছি। এই নাটকে আমি, অপূর্ব ও সাবিলা নূর থাকি। বর্তমান ব্যস্ততা কেমন উপভোগ করছেন? এই অভিনেতা বলেন, মাঝখানে তো অভিনয় থেকে বিরতিতে ছিলাম।

বিজ্ঞাপন
বর্তমান তরুণ পরিচালকরা দারুন দারুন কাজ করছেন যা আমাকে বিমোহিত করছে। হয়তো এই তরুণ পরিচালকদের সাথে আমার তেমন পরিচয় নেই। তবে আশা তো রাখতেই পারি তাদের সঙ্গে কাজের মাধ্যমে পরিচিত হবে। তাদের নতুন চিন্তা ভাবনা সঙ্গে নিজেকে মেলাতে চাই। তাদের কাছ থেকে নতুন নতুন কিছু শিখতে চাই।

নাটকের পাশাপাশি এখন ওয়েব মাধ্যম জনপ্রিয়। এই মাধ্যমে কোনো কাজে যুক্ত হয়েছেন?  শাহরিয়ার শুভ বলেন, ঈদের পরপরই ওয়েব ফিল্মে কাজ শুরু করব। চূড়ান্ত কথাবার্তা হয়েছে। আপাতত অল্প কাজ করছি কিন্তু মানসম্মত কাজ করতে চাই। হালকা জনপ্রিয়তায় গা ভাসাতে চাই না। ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা মনে পড়ে? শাহরিয়ার শুভ বলেন, আমার যখন টেলিভিশন নাটকে অভিষেক হয়েছিল সেই সময় শহীদুজ্জামান সেলিমের মতো গুণী অভিনেতাকে মেন্টর হিসেবে পেয়েছিলাম। এটা অনেক সৌভাগ্যের ব্যাপার ছিল। আর প্রথম নাটকেই আরেক গুণী সুবর্ণা মুস্তাফাকে সহ-শিল্পী হিসেবে পেয়েছিলাম। যেটা সোনায় সোহাগাই বলা যায়।
 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status