ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বিশ্বনাথে মৎস্য খাতে পৌনে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
২ জুলাই ২০২২, শনিবার

স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা। ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বিভিন্ন খাতে। বিশেষ করে ঘরবাড়ি, কাঁচাপাকা সড়ক, কৃষিক্ষেত্রে রীতিমতো সর্বনাশ ঘটেছে। এরমধ্যে শুধু মৎস্য খাতেই ক্ষয়ক্ষতি হয়েছে ৩ কোটি ৮৬ লাখ টাকার। ফলে সর্বস্বান্ত হয়ে পড়েছেন অসংখ্য খামারি। উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, বন্যায় প্লাবিত হয়ে দীঘি ও খামারসহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বনাথের ৩৩০ হেক্টরের ৩ হাজার ৮শত পুকুর। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ হাজার ৬শ’ খামারি। ওইসব পুকুরে মাছের পরিমাণ নিরূপণ করা হয়েছে ১৯০ টন ও পোনার পরিমাণ নিরূপণ করা হয়েছে ২০ লাখ। সবমিলিয়ে (অবকাঠামোসহ) ক্ষতির পরিমাণ ৩ কোটি ৮৬ লাখ টাকা। উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মৎস্য খামারি মুহিবুর রহমান মাহবুব বলেন, দুই একর জায়গায় তিনটি পুকুরে পোনা ছেড়েছিলাম।

বিজ্ঞাপন
দুই দফা বন্যার পানিতে সব পোনামাছ ভাসিয়ে নিয়ে গেছে। ফলে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। রামপাশা ইউনিয়নের বৈরাগীগাঁও গ্রামের মৎস্য খামারি আবদুস শহীদ আহমদ জানান, আমার দুইটি পুকুরের প্রায় ৫ লক্ষাধিক টাকার সব মাছ বন্যার পানিতে তলিয়ে গেছে। খাজাঞ্চি ইউনিয়নের রাউতেরগাঁও গ্রামের একে এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আব্দুর রকিব বলেন, মে মাসের বন্যার সময় আমার ৪টি পুকুরের মাছ রক্ষা করতে পারলেও জুনের বন্যায় সব মাছ ভেসে গেছে। প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এই ক্ষতি কীভাবে পুষিয়ে নেবো, ভেবে পাচ্ছি না। এখন নতুন করে মাছ ফেলতে ভরসাও পাচ্ছি না। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী জানান, মৎস্য খাতে ক্ষতির পরিমাণ নিরীক্ষণ করে জেলা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে উপর মহলে পাঠানো হয়েছে। সেখান থেকে কোনো প্রণোদনা এলে ক্ষতিগ্রস্ত খামারিরা তা পাবেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status