ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

৯২ রান হলেই নতুন রেকর্ড গড়বেন সাকিব

স্পোর্টস রিপোর্টার
২ জুলাই ২০২২, শনিবার
mzamin

ডমিনিকার উইন্ডসর পার্কে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান।  আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের রান ১,৯০৮। আর ৯২ রান হলেই ২ হাজার রান পূর্ণ হবে তার। তাহলে তিনি নাম লেখাবেন নতুন এক রেকর্ডেও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেটসংখ্যা ১১৯টি। এ ফরম্যাটে আর ৯২ রান করতে পারলে তিনি হবেন ২ হাজার রান ও ১০০ উইকেটের মাইলফলকে পা রাখা প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটার। নতুন এ রেকর্ড বইয়ে সাকিব জায়গা করে নিতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শুরু হওয়া এই সিরিজেই। টি- টোয়েন্টিতে সাকিব ছাড়া আরও তিনজনের নামের পাশে একশ’র বেশি উইকেট থাকলেও তাদের কেউই পাঁচশোর বেশি রান করতে পারেননি। ১১১ উইকেটের মালিক টিম সাউদি করেছেন ২৪৯ রান।

বিজ্ঞাপন
১০৯ উইকেটের মালিক রশিদ খানের রান ১৮৭। অবসর নেয়া মালিঙ্গা ১০৭ উইকেটের পাশাপাশি রান করেন ১৩৬ রান। আর ৯২ রান করতে পারলে সাকিব হবেন ২ হাজার রান করা দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এরই মধ্যে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১১৫ ম্যাচে রিয়াদের রান ২০০২। এই তালিকায় বাংলাদেশিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।   ৭৪ ম্যাচে এক সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরিতে এ পর্যন্ত ১৭০১ রান করেছেন তিনি। ২০০৬ সালের নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি- টোয়েন্টি অভিষেক হয় সাকিবের। এই ফরম্যাটে ৯টি হাফসেঞ্চুরি করেছেন  তিনি। ক্যারিয়ার সেরা ইনিংস ৮৪ রানের।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status