ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বিকেএসপি’র প্রথম ‘ব্লু’ দিয়া সিদ্দিকী

স্পোর্টস রিপোর্টার
২ জুলাই ২০২২, শনিবার
mzamin

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয় ব্লু পদক। সেই ঐতিহ্যবাহী ব্লু পদক চালু করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিকেএসপির প্রথম ব্লু পেয়েছেন আরচার দিয়া সিদ্দিকী। বৃহস্পতিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে এই পদক দেয়া হয়।  প্রথম ব্লু পেয়ে উচ্ছ্বসিত দিয়া সিদ্দিকী। দেশের শীর্ষ তীরন্দাজ বলেন, ‘আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো অনেক আগে দিতো, এখন আবার নতুন করে শুরু হয়েছে। যখন জানলাম বিকেএসপিতে এবারই প্রথম ব্লু দেয়া হচ্ছে, তখন ভিন্ন রকম ভালোলাগা কাজ করেছে। প্রথম ব্লু পাওয়ায় আমার নামটা বিশেষভাবে স্মরণীয় থাকবে।’ দিয়া সিদ্দিকী বলেন ‘আরচারি শব্দটি ইংরেজি বর্ণ ‘এ’ দিয়ে শুরু ফলে অনেক কিছুতে প্রথমে থাকে। বিকেএসপির প্রথম ব্লুও পেল একজন আরচার। এটা দারুণ গর্বের আরচারি জন্য।’ শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারফরম্যান্স বিবেচনা করে ২০২১ সালে একজনকেই ব্লু প্রদান করেছে বিকেএসপি।

বিজ্ঞাপন
দিয়া সিদ্দিকী ২০২১ সালে টোকিও অলিম্পিকে অংশ নিয়েছিলেন। বিকেএসপির শিক্ষার্থী থাকাবস্থায় বিশ্বের সর্ববৃহৎ গেমসে অংশগ্রহণ বিশেষ মর্যাদা বয়ে এনেছে শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য। অলিম্পিকে অংশগ্রহণ ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও তার অসাধারণ পারফরম্যান্স ছিল ২০২১ সালে। এছাড়া জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় নৈপুণ্য দেখানোয় তিন ক্রীড়াবিদকে দেওয়া হয়েছে কালার। তারা হলেন-দেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান এবং দুই সাঁতারু মো. হোসাইন ও আমিরুল ইসলাম। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কারও দেওয়া হয়। এছাড়াও ১২ জন ক্রীড়াবিদকে ইনসিগনিয়া ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। ৩০ জনকে দেওয়া হয়েছে বিভিন্ন ক্রীড়া বিভাগের শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার। ২০২২ সালের ব্লু এবং অন্যান্য সম্মাননা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রদান করা হবে বলে বিকেএসপি সূত্রে জানা গেছে।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status