রাজনীতি
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ৪ মার্চ ২০২৪, সোমবার, ১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকাল ৮টায় একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। বিএনপি মহাসচিবের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী রাহাত আরা বেগম যাচ্ছেন। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, গত ২৯শে অক্টোবর গ্রেপ্তারের পর সাড়ে তিন মাস কারাভোগ করে ১৫ই ফেব্রুয়ারি মুক্তি পান মির্জা ফখরুল। দুদিন পর রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাসা থেকে চিকিৎসা নেন তিনি। কারামুক্তির পর গণমাধ্যমকে এড়িয়ে চলছেন বিএনপি মহাসচিব। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এছাড়া সংবাদ সম্মেলন কিংবা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি বিএনপি মহাসচিব। শুধুমাত্র দলীয় কয়েকজন সিনিয়র নেতা এবং গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোট নেতারা তার সাথে সৌজন্য সাক্ষাতের সুযোগ পান।