খেলা
১০ উইকেটে জোড়া রেকর্ড লায়নের
স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৪, সোমবারবল হাতে নিউজিল্যান্ডকে শাসন করলেন নাথান লায়ন। অজি স্পিনারের ঘূর্ণিতে ওয়েলিংটন টেস্টে কোনো ইনিংসে দুইশ’ করতে পারেনি ব্ল্যাক ক্যাপরা। গতকাল ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজে প্রথম টেস্টের চতুর্থ দিনে এক সেশনও টেকেনি কিউইদের দ্বিতীয় ইনিংস। এতে ১৭২ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় ইনিংসে ফাইফার নেয়া লায়ন ম্যাচে ১০ উইকেট নিয়ে গড়েন জোড়া রেকর্ড।
অস্ট্রেলিয়ার দেয়া ৩৬৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১১১ রান তুলে তৃতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড। দিনে দুটি উইকেট পান নাথান লায়ন। চতুর্থ দিনে সব উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। এদিন আরো ৪ উইকেট নেন লায়ন। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট পাওয়া অজি স্পিনার প্রথম ইনিংসে পান ৪ উইকেট। নিউজিল্যান্ডের মাটিতে দীর্ঘ ১৮ বছর পর টেস্টে কোনো স্পিনার এক ম্যাচে পেলেন ১০ উইকেট। সবশেষ ২০০৬ সালে কিউইদের আঙিনায় এক টেস্টে ১০ উইকেট নিয়েছিলেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেয়া লায়ানের এটি ক্যারিয়ারের ২৪তম ফাইফার। এতে টেস্টে সবচেয়ে বেশি দেশে ফাইফার নেয়া স্পিনারদের তালিকায় নাম ওঠালেন লায়ন। নিজের ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান এবং নিউজিল্যান্ড- এই ৮ দেশে ফাইফারের কীর্তি রয়েছে লায়নের। সমান সংখ্যক দেশে টেস্টে ফাইফার নেয়ার রেকর্ড রয়েছে শেন ওয়ার্ন এবং মুরালিধরনের। শুক্রবার গ্লেন ফিলিপসের ক্যারিয়ারসেরা বোলিংয়ের (৫/৪৫) পরও নিউজিল্যান্ডকে ৩৬৯ রানের বড় লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। বল হাতে অস্ট্রেলিয়ার নায়ক লায়ন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও সবচেয়ে বড় অবদান রেখেছিলেন। করেছিলেন দলীয় সর্বোচ্চ ৪১ রান। ৩৬৯ রানের লক্ষ্যটা ছুঁতে হলে ঘরের মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার পাশাপাশি নিজেদের ইতিহাসেও রেকর্ড লক্ষ্য তাড়া করতে হতো নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ডে সর্বোচ্চ রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ১৯৬৯ সালে অকল্যান্ড টেস্টে গ্যারি সোবার্স-ক্লাইভ লয়েডদের দলটি ৩৪৫ রানের লক্ষ্য টপকে গিয়েছিল। নিউজিল্যান্ড সর্বোচ্চ ৩২৪ রান তাড়া করে টেস্ট জিতেছিল ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে। এ ম্যাচের ভেন্যু বেসিন রিজার্ভে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা নিউজিল্যান্ডেরই। ২০১৭ সালের সেই টেস্টের শেষ দিনে বাংলাদেশের দেওয়া ২১৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেন কেইন উইলিয়ামসন-রস টেলররা। তবে গতকাল লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি টিম সাউদির দল। দ্বিতীয় ইনিংসে শুক্রবার দ্রুত ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল চতুর্থ উইকেট জুটিতে ৫২ রান তুলে দিন পার করেন। জিততে হলে হাতে ৭ উইকেট নিয়ে আরও ২৫৮ রান দরকার ছিল কিউইদের। কিন্তু লায়নের ঘূর্ণিতে নিউজিল্যান্ড আজ টিকতে পেরেছে মাত্র ২৩.৪ ওভার। ৫৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা রাচিন আউট হন ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৩ রান যোগ করে। ৩৮ রান তুলে সাজঘরে ফেরেন ড্যারিল মিচেল। বাকি ৬ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেন স্কট কুগেলেইন। ১৪ রান করেন ম্যাট হেনরি। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ডাক রয়েছে একটি।
নিউজিল্যান্ডের ২য় ইনিংসে ৬ উইকেট নেয়া নাথান লায়ন ২৭ ওভারে ৬৫ রান খরচ করেন। আট ওভার নেন মেডেন। দুই উইকেট পান জশ হ্যাজলউড। আর ১ উইকেট ক্যামেরুন গ্রিনের। বল হাতে উইকেট পাওয়া গ্রিন ব্যাটিংয়ে ১৭৪* রান করে হন ম্যাচসেরা।