ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

পয়েন্ট খোয়ানোর পর আলোচনায় রিয়ালের ‘গোল বাতিল’ ও বেলিংহ্যামের লাল কার্ড

স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৪, সোমবারmzamin

লা লিগায় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচের শেষ মুহূর্তের খেলা চলছিল তখন। যেকোনো সময় বাজবে শেষ বাঁশি। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠেছিল রিয়াল। দলটির এক খেলোয়াড় ক্রস করে বল পাঠান বক্সে। হেডে জুড বেলিংহ্যামের গোল এবং রেফারির শেষ বাঁশি- দুটিই একসঙ্গে ঘটে। রিয়াল খেলোয়াড়েরা উদ্‌যাপনের বদলে দৌড়ে এসে ঘিরে ধরেন রেফারি হেসুস গিল মানজানোকে। ভ্যালেন্সিয়ার খেলোয়াড়েরাও ছুটে আসেন মানজোনার দিকে। দুই পক্ষের বাদানুবাদের পর রিয়াল জয়সূচক গোল না পেলেও বেলিংহ্যামের জোটে লাল কার্ড। ২-২ গোলের নাটকীয় ড্রয়ের ম্যাচে যা রিয়ালের জন্য বড় ধাক্কা হয়ে আসে। রিয়ালের ইনফর্ম ইংলিশ উইংগার রেফারি মানজানোকে বলেন, বল তখন বাতাসে ছিল। অর্থাৎ শেষ বাঁশি বাজানোর আগে আক্রমণটি শেষ হওয়ার সুযোগ দেননি রেফারি। দলবদল বিশেষজ্ঞ ও ফুটবল বিশ্লেষক ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, মূলত কথার মধ্যে গালি ব্যবহারের কারণেই লাল কার্ড দেখানো হয় বেলিংহামকে। ম্যাচের পর ইংলিশ মিডফিল্ডার অবশ্য এক ভক্তের টুইটে রিটুইট করেছেন। সেই টুইটে গোল বাতিলের ঘটনাকে ‘কেলেঙ্কারি’ দাবি করা হয়েছে। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘কী আর বলব। খুব বেশি কিছু বলার নেই। এমন কিছু ঘটেছে, যা নজিরবিহীন। আমার মনে হয় বল যখন ভ্যালেন্সিয়ার দখলে ছিল, তখনই ম্যাচ শেষ করা দরকার ছিল। এরপর বেলিংহ্যামের লাল কার্ডে আমরা বিরক্ত হয়েছি। বেলিংহ্যাম রেফারিকে বলেছেন, “এটা (গালিবাচক শব্দ ব্যবহার করে) গোল ছিল।” সে রেফারিকে অপমান করেনি। আমরা দেখব আইনে রেফারিরা কী লিখেছেন। খেলোয়াড়েরা রাগান্বিত ছিল। আমাদের সবাইকে শান্ত হতে হবে। বুধবার আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে।’ এদিন ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় আধঘণ্টার মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে এবং ৭৬ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষেই আছে রিয়াল। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৯। রিয়ালের পরের ম্যাচ উয়েফা চ্যাম্পিয়নস লীগে। বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে জার্মান ক্লাব লাইপজিগের মুখোমুখি হবে মাদ্রিদিস্তারা। প্রথম লেগে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে আছে রিয়াল।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status