দেশ বিদেশ
দি ওয়েস্টিনের ঢাকার নতুন রেসিডেন্ট ম্যানেজার শাখাওয়াত হোসেন
১৩ সেপ্টেম্বর ২০১৭, বুধবার, ৫:০৪ পূর্বাহ্ন
দি ওয়েস্টিনের নতুন রেসিডেন্ট ম্যানেজার হিসেবে যোগদান করেছেন শাখাওয়াত হোসেন। সম্প্রতি ম্যারই অ্যাট ইন্টারন্যাশনাল শাখাওয়াত হোসেনকে দি ওয়েস্টিন ঢাকার রেসিডেন্ট ম্যানেজার হিসেবে নিয়োগ প্রদান করে। শাখাওয়াত হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত বাংলাদেশের হোটেল বাণিজ্যে গৌরবের সঙ্গে কাজ করে আসছেন। আগে তিনি দি ওয়েস্টিনের অপারেশন পরিচালক ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। শাখাওয়াত হোসেন এ পর্যন্ত সর্ব কনিষ্ঠ বাঙালি রেসিডেন্ট ম্যানেজার। দি ওয়েস্টিন ঢাকা তার নেতৃতে বিভিন্ন সম্মানজনক স্থান অধিকার করেছে। এই হোটেলটির পথচলার শুরু থেকেই শাখাওয়াত হোসেন তার দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ও পর্যটন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি