দেশ বিদেশ

সাবেক বিমানবাহিনীর প্রধানকে জাপানের বিশেষ সম্মাননা

কূটনৈতিক রিপোর্টার

১ মে ২০১৭, সোমবার, ৯:৩৩ পূর্বাহ্ন

সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল গফুর মাহমুদকে বিশেষ সম্মাননা জানিয়েছে জাপান সরকার। ঢাকাস্থ দেশটির দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৭ সালে জাপানের রেড আর্মি নামের সন্ত্রাসী সংস্থা একটি জাপান এয়ারলাইন্স ছিনতাই করে এবং ঢাকায় উড়োজাহাজটি অবতরণ করানো হয়। এ ঘটনায় তৎকালীন বিমান বাহিনী প্রধান এ জি মাহমুদ জাপান সরকার ও রেড আর্মির সদস্যদের মধ্যে মধ্যস্থতা করেন। এর ফলে উড়োজাহাজটির ১৫১ জন জিম্মি আরোহীকে নিরাপদে মুক্ত করা সম্ভব হয়। ওই ঘটনার স্বীকৃতি হিসেবে সাবেক বিমান বাহিনীর প্রধান এ জি মাহমুদকে ‘দি অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টার’ সম্মান দিয়েছে জাপান সরকার। গত শনিবার জাপান ২০১৭ সালের জন্য বসন্ত ইম্পেরিয়াল ডেকোরেশন সম্মাননা ঘোষণা করেছে। এর অংশ হিসেবে সম্মাননা জানানো হয়েছে ১০৫ জনকে। এজি মাহমুদ তাদের অন্যতম। ১৯৭৬ সালের ৫ই সেপ্টেম্বর থেকে ১৯৭৭ সালের ৯ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল গফুর মাহমুদ। ১৯৭৬-৭৭ সালে তিনি প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়া ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত খাদ্য ও ত্রাণমন্ত্রীর দায়িত্বেও ছিলেন ওই সামরিক ব্যক্তিত্ব।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status