দেশ বিদেশ
প্রেম প্রস্তাবে সাড়া না দেয়ায়...
ফেনী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার, ৯:১৪ পূর্বাহ্ন
ফেনীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় নুসরাত জাহান রাফি (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থীর চোখে চুন জাতীয় দাহ্য পদার্থ ছুড়ে মেরেছে বখাটেরা। বুধবার দুপুরে সোনাগাজী উপজেলার কাশ্মির বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত রাফি চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরছান্দিায়া গ্রামের মুছা মানিকের মেয়ে। আহতের ভাই মাহমুদ হাসান জানান, সোনাগাজীর খাতিজাতুল কোবরা মহিলা মাদরাসা থেকে চলতি বছর দাখিল পরীক্ষা দিচ্ছে তার ছোট বোন নুসরাত জাহান রাফি। বুধবার দুপুরে বাংলা ২য় পত্র বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার কাশ্মির বাজার এলাকায় পৌঁছলে একদল বখাটে তার বোনের চোখে দাহ্য পদার্থ (চুনের পানি) ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মেয়েটির অবস্থার অবনতি হওয়ায় তাকে ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ফেনী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) মো. শহিদ উল্যাহ জানান, মেয়েটের চোখে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিকালে তাকে চট্টগ্রামস্থ পাহাড়তলী চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়। সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, পুলিশ বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান জানান, আহত ছাত্রীর সঙ্গে তার কথা হয়েছে। বখাটেদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।