বিনোদন

বছরের শুরু ও শেষ বাপ্পির

কামরুজ্জামান মিলু

১৮ ডিসেম্বর ২০১৬, রবিবার, ৭:৫৯ পূর্বাহ্ন

বাপ্পি চৌধুরী অভিনীত নতুন ছবি মুক্তি পেয়েছে গত শুক্রবার। ছবির নাম ‘আমি তোমার হতে চাই’। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সারা দেশে প্রায় ১০০ হলে ছবিটি মুক্তি পেয়েছে। এ ছবির শুটিংয়ের পর থেকেই আলোচনায় ছিলেন বাপ্পি। কারণ, ডাবিং-চুক্তি ভঙ্গের অভিযোগে বাপ্পি ছবির প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে কিছুদিন আগে মামলা করেন। এরপরই ছবিটি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ওই রায়ের বিপরীতে ছবিটির প্রযোজক জেলা জজ আদালতে গেলে রায় স্থগিত হয়। আর এদিকে ছবিটি মুক্তির জন্য নতুন করে  কোনো ঝামেলা করতে চাননি বাপ্পি। সবকিছু মেনে নিয়েছেন। প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজির সঙ্গে তার দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছেন। সবকিছুর পর অভিমান ভেঙে নিজেই এখন ছবির প্রচারণার কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাপ্পি এ ছবিটি প্রসঙ্গে মানবজমিনকে বলেন, ‘আমি তোমার হতে চাই’ নিয়ে আমি বেশ আশাবাদী। আর বিজয় দিবসে ছবিটি মুক্তি পেল। এটাও একটা স্মরণীয় বিষয়। মিম ও আমার এ ছবিটি ভালোভাবে দর্শক গ্রহণ করলেই আমি খুশি। এ ছবির ডাবিংয়ে তার ভয়েজ অন্য একজন  দেয়ায় বেশ মন খারাপ বলে জানালেন বাপ্পি। এ প্রসঙ্গে তিনি বলেন, শুধু আমি না, এ ঘটনায় দর্শকরাও মনঃক্ষুণ্ন হবে। আর একজন আর্টিস্টের ভয়েজ অন্য একজন দেবে কেন? এটা আমি মানতে পারি না। কাজটি অনৈতিকভাবেই করা হয়েছে। যারা করেছে টাকার গরম দেখিয়ে অন্যায়ভাবে করেছে। এটা আমি মোটেও সাপোর্ট করি না। তবে এ ছবিতে অ্যাক্টিং অন্য অনেক ছবির চেয়ে ভালো করেছি। তাই আমার বিশ্বাস দর্শকদের ছবিটি ভালো লাগবে। এ বছরের  শুরুতে ‘সুইটহার্ট’, ‘অনেক দামে কেনা’ ছবি দুটি দর্শকদের উপহার দিয়েছেন বাপ্পি। আর বছরের শেষেও তার ছবি মুক্তি পেয়েছে। তাই বেশ আনন্দিত কণ্ঠে তিনি বলেন, বছরের শুরুটা আমার  ‘সুইটহার্ট’ ছবি দিয়েই হয়েছিল। সে ছবিটি দর্শক পছন্দ করে। আমার বিশ্বাস, ‘আমি তোমার হতে চাই’ ছবিটিও দর্শক উপভোগ করবেন। বছরের শুরু ও শেষ ছবি দু’টি আমার। এটা ভেবে বেশ ভালোই লাগছে। এদিকে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসডকল’ ছবিটি মুক্তি পাবে ৩০শে ডিসেম্বর। এ ছবিটি নিয়ে বাপ্পি বলেন, এটিও ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে ছবি। তবে কাছাকাছি সময়ে এ ছবিটি মুক্তি দেয়াটা হয়তো ঠিক হচ্ছে না। অবশ্য বাপ্পি এখন ‘মিসডকল’ নিয়ে ভাবছেন না। ‘আমি তোমার হতে চাই’ ছবিটি নিয়ে তিনি বেশি আশাবাদী। তার মতে, এ ছবির গল্পে বেশ নতুনত্ব আছে। ছবিতে গান, লোকেশন ও প্রযুক্তির ব্যবহার দেখার পর এই সময়ের তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক ভালো লাগা তৈরি হবে। এদিকে নতুন বছরে নতুন ছবির কাজ নিয়েও বেশ ব্যস্ত থাকতে দেখা যাবে বাপ্পিকে।
নতুন কি কি ছবি করছেন জানতে চাইলে তিনি বলেন, নতুন বছর কমল সরকারের একটি ছবিতে কাজ করবো। মনে হয় ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে। আমার বিপরীতে কলকাতার একজন অভিনেত্রী কাজ করবে। ছবির নাম ‘পাগলামি’। এছাড়া পরিচালক এস এম জাহিদের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এ ছবিটিও শিগগিরই শুরু করবো। আর আমার অভিনীত হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ ও শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবি দুটির কাজও শেষ পর্যায়ে রয়েছে। এ দুটি ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন আঁচল ও মাহিয়া মাহি। দুটি ছবিরই শুধু গান বাকি রয়েছে। সব কাজ শেষ করেছি। আমার বিশ্বাস, নতুন বছরে ভালো কিছুই অপেক্ষা করছে।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status