বিনোদন

ফিরছেন মুক্তি

কামরুজ্জামান মিলু

১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ১১:২৪ পূর্বাহ্ন

মডেল ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তার কথা নিশ্চয়ই দর্শকদের মনে আছে। চলচ্চিত্রের আরেক গুণী অভিনেত্রী আনোয়ারার মেয়ে তিনি। গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মানদীর মাঝি’ ছবিতে চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে মুক্তির বড় পর্দায় আগমন। এ ছবি মুক্তির আগেই তার দ্বিতীয় ছবি শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ মুক্তি পায়। এ ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ আলোচনায় চলে আসেন তিনি। মাত্র ১২ বছর বয়সে ‘চাঁদের আলো’ ছবিতে অভিনয় করে মুক্তি বেশ প্রশংসিত হন। এ ছবির ‘তুমি আমার চাঁদ, চাঁদেরই আলো’ গানটি এখনও মানুষের মুখে মুখে শোনা যায়। এরপর ফজলে হক পরিচালিত ‘লড়াই যুদ্ধ’, প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’, চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’, রায়হান মুজিবের ‘জগৎ সংসার’, ‘দারোয়ানের ছেলে’, ‘তুমি আমার স্বামী’, এফ আই মানিকের ‘পিতামাতার আমানত’সহ বেশকিছু ছবিতে অভিনয় করে প্রশংসিত হন। এরপর দীর্ঘদিন অভিনয় থেকে বিরতি থাকলেও আবারও কাজে ফিরেছেন মুক্তি। বর্তমানে চট্টগ্রামে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন। তিনি এ প্রসঙ্গে মানবজমিনকে বলেন, প্রায় আড়াই বছর আগে নাটকে সবশেষ কাজ করেছিলাম। এরপর আমার বিয়ে ও সন্তানের কারণে বিরতি নিয়েছিলাম। আমার মেয়ে দরদী এখন ইংরেজি মিডিয়ামে স্ট্যান্ডার্ড ফাইভে পড়াশোনা করছে। অনেকদিন তাকে চোখে চোখে রাখতে হতো। এজন্য কাজ তেমন নিয়মিত করা হয়নি। দীর্ঘদিন পর আবারও কাজ শুরু করেছি। নতুন একটি ফার্নিচারের বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে আমাকে। মঙ্গলবার এর কাজ শুরু হয়েছে। এটি নির্দেশনা দিচ্ছেন কায়েস চৌধুরী। বেশ ভালো কাজ হচ্ছে। এখানে আমার সঙ্গে কাজ করছেন মারুফ। মুক্তি অভিনীত দু’টি ছবি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। মাঝে বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে টানা কাজ করেন। চলচ্চিত্রের পাশাপাশি তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘খোলাজানালা’, ‘শ্রাবন্তীর ঘর-সংসার’, ‘বউ’, ‘বউ টুবানির ফুল’, ‘হঠাৎ কোনোদিন কখনো’, ‘আমি আবার আসব’ ইত্যাদি। মুক্তি অভিনীত সবশেষ ছবি দু’টি হচ্ছে-‘এ দেশ তোমার আমার’ ও ‘লীলা মন্থন’। এ ছবিগুলো নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবি দু’টি অনেকদিন ধরেই সেন্সরে আটকে রয়েছে। তবে দুটি ছবিই বেশ ভালো গল্পের। মানুষের মনের কথা বলে চলচ্চিত্র। আর সেই ধরনের ছবি ছাড়া সত্যিই কাজ করতে ইচ্ছা করে না। আমি মাঝে নাটকে কাজ করলেও বর্তমানে সিদ্ধান্ত নিয়েছি, ভালো কাহিনীর নাটক না হলে কাজ করব না। আমি অবশ্যই পুরোদমে কাজে ফিরতে চাই তবে সেটার জন্য ভালো কাহিনীর কাজ ও গুণী নির্মাতা খুবই প্রয়োজন। তিনি আরও বলেন, এরই মধ্যে নতুন বছরে আর একটি ছবিতে কাজ করার কথা রয়েছে। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন প্রাণ রায়। বর্তমানে এ ছবির চরিত্র নিয়ে একটু আলাদা ধরনের প্রস্তুতি নিচ্ছি। সবকিছু চূড়ান্ত হলেই ছবি ও পরিচালকের নাম জানাব। নির্মাতা ও প্রযোজকের শর্তের কারণে এখনই এ ছবিটি নিয়ে সবকিছু জানাতে চাই না। তবে বেশ ভালো একটি ছবি হতে যাচ্ছে এটি। আশা করি, দর্শক আমার নতুন এ কাজটি পছন্দ করবেন। এখন থেকে নিয়মিত আবারও ভালো কিছু কাজ করতে চাই।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status