বিনোদন

‘রেডিও আম্বার’-এর যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার

৩ সেপ্টেম্বর ২০১৬, শনিবার, ৮:০৪ পূর্বাহ্ন

১লা সেপ্টেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল দেশের প্রথম ক্লাসিফাইড এফএম স্টেশন ‘রেডিও আম্বার’। গুলশান নাভানা টাওয়ারে অবস্থিত রেডিওটির নিজস্ব কার্যালয়ে এদিন বিকাল সাড়ে পাঁচটায় রেডিও আম্বারের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন রেডিওটির সিইও আমিনুল হাকিম, রেডিওটির উপদেষ্টামণ্ডলীর সদস্য গুণী কণ্ঠশিল্পী রফিকুল আলম, আবিদা  সুলতানা, এন্ড্রু কিশোর, রেডিওটির  পরিচালক (অনুষ্ঠান) নওশীন নাহরীন মৌ। উপস্থিত ছিলেন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, রেডিও আম্বার গণমাধ্যমের নতুন
সদস্য। গণমাধ্যম গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ। তাই গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে কাজ করতে হবে। আশা করি রেডিও আম্বার তার আপন বৈচিত্র্য নিয়ে কাজ করবে। রেডিওটির সিইও আমিনুল হাকিম বলেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্ন ধারার গান পরিবেশিত হবে এতে। বাণিজ্যিক প্রতিযোগিতার এই সময়ে নিজস্ব সংস্কৃতির উত্তরাধিকার ধারণ করার আপাত কঠিন কাজটি করার মানসে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যে উপদেষ্টা হিসেবে এ রেডিওটির সঙ্গে যুক্ত হয়েছেন বাংলা গানের তিন স্বনামধন্য শিল্পী সৈয়দ আবদুল হাদী, রফিকুল আলম ও আবিদা সুলতানা। রেডিও আম্বারে এখন প্রতিদিন ৪টি শো হচ্ছে।  এগুলো হচ্ছে ব্রেকফাস্ট উইথ নওশীন, ওল্ড স্কুল, আম্বার নাইট ও রাত প্রহরী। এছাড়াও প্রতি সপ্তাহে দুদিন ‘মোর মিউজিক’ নামে একটি অনুষ্ঠান পরিবেশিত হয়। রেডিওটি শোনা যাবে ১০২.৪ এফএমে।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status