বিনোদন

নতুন রূপে তিশা

কামরুজ্জামান মিলু

২৩ এপ্রিল ২০১৬, শনিবার, ৮:০৪ পূর্বাহ্ন

ছোট পর্দার রোমান্টিক বা সিরিয়াস নাটকগুলোতে যে সকল অভিনেত্রী অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম নুসরাত ইমরোজ তিশা। ধারাবাহিকভাবে একের পর এক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি বর্তমানে বড় পর্দায়ও অভিনয় করছেন নিয়মিত। আসছে ৬ই মে এ অভিনেত্রীর নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। অনন্য মামুনের পরিচালনায় এ ছবির নাম ‘অস্তিত্ব’। ওমেরা এলপিজি নিবেদিত ছবিটি প্রযোজনা করেছেন কার্লোস সালেহ। শুধু অভিনয়ই করেননি, এ ছবির একটি আইটেম গানেও নেচেছেন তিশা। সিনেমায় এ ধরনের অভিজ্ঞতা তিশার জন্য একেবারেই নতুন। তাই এ ছবিতে অনেকটা নতুন রূপেই দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তিশা মানবজমিনকে বলেন, এ ছবিতে আমার চরিত্রটি একেবারেই অন্যরকম। আর সব ছবি থেকে আলাদা। ছবিটিতে থাকছে মানবিক একটি গল্প। তবে আমার চরিত্রটির বিস্তারিত বর্ণনা এখন জানাতে চাই না। দর্শকরা হলে গিয়ে সেটা দেখার পর জানতে পারবেন। এ ছবিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছোট পর্দায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ওয়েটিং রুম’ টেলিছবিতে অভিনয় করেছিলেন তারা দুজন। এরপর একসঙ্গে দুজনের খুব একটা কাজ দেখা যায়নি। তবে এ দুজনকে একসঙ্গে দেখা যাবে এবার বড় পর্দায়। ‘অস্তিত্ব’ ছবি নিয়ে কতটুকু আশাবাদী আপনি? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ ছবিতে আরিফিন শুভ ও পরিচালক অনন্য মামুনের পুরো টিম বেশ ভালো কাজ করেছে। ছবিটিতে প্রেম-ভালোবাসার বাইরে শিশুদের নিয়ে ভিন্নধর্মী একটি বক্তব্য থাকবে। তবে দর্শক ছবিটি কতটুকু গ্রহণ করেন এখন সেটাই দেখার পালা। এদিকে এ ছবি ছাড়াও তিশা বর্তমানে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবির কাজ করছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বলিউডের গুণী অভিনেতা ইরফান খান। কিছুদিন আগে রাঙ্গামাটিতে এ ছবির কাজ করে ঢাকায় ফিরেছেন তিনি। ছবিটি নিয়ে তিশা বলেন, ইরফান খান গুণী অভিনেতা এটা সকলেই আমরা জানি। তিনি অনেক পরিশ্রমীও বটে। আমরা গরমের মধ্যে শুটিং করেছি। অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। শুটিং শেষে ইরফান খান ভারতে চলে গেছেন। তবে তার সঙ্গে যে কয়েকদিন কাজ করেছি ভালো লেগেছে। পারিবারিক গল্প নিয়ে করা এ কাজটি দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। এ ছবিগুলোর বাইরে তিশা ঢালিউড কিং খ্যাত শাকিব খানের সঙ্গেও একটি ছবিতে অভিনয় করেছেন। শামিম আহমেদ রনি পরিচালিত এ ছবির নাম ‘মেন্টাল’। এ ছবিটিও মুক্তির জন্য অনেকটা প্রস্তুত। এ ছবিটি নিয়ে জানতে চাইলে তিশা জানান, এ ছবিতে আমার চরিত্রের নাম সিমি। একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। যিনি অপরাধ নিয়ে কাজ করেন। এরইমধ্যে এ ছবির বেশ কয়েকটি গান শ্রোতারা পছন্দ করেছেন। ছবির ডাবিং শেষ করেছি। সবকিছু মিলিয়ে এ ছবিগুলোর মাধ্যমে দর্শক নতুন এক তিশাকেই আবিষ্কার করতে পারবেন। এদিকে তিশা ছোট পর্দায় বিশেষ দিবস ছাড়া কাজ করছেন না। অনেকদিন ধরে তাকে কোনো নতুন ধারাবাহিকেও পাওয়া যাচ্ছে না।
বিষয়টি নিয়ে তিনি বলেন, বেশ ক’বছর ধরে ছোট পর্দায় কাজ কমই করা হয়। ভালো গল্প ও চরিত্র না পেলে আমি কাজ করি না। তবে বিশেষ দিবসের জন্য ছোট পর্দায় কিছু কাজ নিয়মিত করা হয় আমার। আর তার মাধ্যমে ভালো কাজ দর্শকদের উপহার দেয়ার চেষ্টাটা থাকে আমার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status