ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

মিঠুনকে ‘গাদ্দার’ বললেন মমতা ছেলেকে বাঁচাতে বিজেপিতে যোগ

সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

“মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম। কিন্তু জানতাম না উনি বাংলার আর একজন বড় গাদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিলেন, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য।’ এই ভাষাতেই বিজেপি নেতাকে ‘গাদ্দার’ বলে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ইসলামপুরে দ্বিতীয় দফার প্রচারে শামিল হন মমতা। একই সময়ে শিলিগুড়িতে বিজেপি’র হয়ে রোডশো করেছিলেন মিঠুন চক্রবর্তী। সরাসরি মিঠুনের বিরুদ্ধে ‘গাদ্দার’ তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা জীবন যুদ্ধে ভয় পায়। যাদের আদর্শ নেই, দোআঁশলা, তাদের আমি মানুষ বলে মনে করি না।’ উল্লেখ্য, বলিউড অভিনেতার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। গ্রেপ্তারও হয়েছিলেন। পরে অবশ্য বিষয়টি মিটমাট হয়ে যায়।  ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দেন মিঠুন সেখান থেকেই এক সময়ে তৃণমূলের সঙ্গে থাকার জন্য আক্ষেপ প্রকাশ করেন তিনি। পাশাপাশি, সুর চড়ান মোদি সরকারের পক্ষে। এর আগে অবশ্য তৃণমূলের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন মিঠুন। যদিও বিজেপি’র দাবি, মিঠুনের সম্পর্কে এ কথা বলা ঠিক নয়, তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, “মিঠুনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকলে ভোটে লড়তেন, রাজ্যসভায় যেতে পারতেন, সেটা যাননি। মিঠুনের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারেনি। দীর্ঘদিন ধরে উনি সর্বোচ্চ ট্যাক্সপেয়ার ছিলেন। সারা ভারতের মানুষের হৃদয়ে ওর জন্য জায়গা আছে।”  যদিও    তৃণমূল সুপ্রিমোর কটাক্ষ, “ফিল্মস্টার থেকে মিনিস্টার সবাইকে বিজেপি আনছে ভোট করাতে।” ইসলামপুরের সভা থেকে গেরুয়া শিবিরকে একহাত নিয়ে মমতার দাবি, ‘বিজেপি লুটেরার পার্টি। ১০ বছরে কোনো কাজ করেনি। বলছে এবার ৪০০ পার। আমি বলছি, ২০০ পার হবে না। বাংলার জন্য কিচ্ছু করেনি তারা। মনে রাখবেন শূন্য কলসি বাজে বেশি।’
 

পাঠকের মতামত

Actor shouuld wide in mentality ... strange that he is Communal

Sami
২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:১৭ পূর্বাহ্ন

মিটুন মীর জুমলার উত্তরসূরী, দিদি যথাযথ মূল্যায়ন করেছেন!

বন্ধু খান
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬:৫৮ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com