ঢাকা, ২ মে ২০২৪, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

ঈদ ইত্যাদি’র পুনঃপ্রচার

স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

দর্শকদের প্রশংসাধন্য ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার করা হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। বরাবরের মতো এবারো ইত্যাদি শুরু করা হয়েছে-‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। ইত্যাদিতে বাপ্পা মজুমদারের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। আর একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও প্রীতম হাসান। দুই শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন ৮ জন তরুণ বিট বক্সার। বিষয়ভিত্তিক নাচের ধারাবাহিকতায় এবারের বিষয় ছিল সেকাল আর একালের বিয়ে। নাচটি পরিবেশন করেন নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। ঈদ পর্বে দুটি ভিন্ন বিষয় নিয়ে দুটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা করা হয়। একটিতে চার অভিভাবকের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম এবং আল মামুন আরেকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও সারিকা সাবরিন। ভাড়াটিয়া ও বাড়িওয়ালা শিরোনামের নাটিকায় অংশ নিয়েছেন মীর সাব্বির এবং নাসির উদ্দিন খান। তথাকথিত ভাইরাল সেলিব্রেটিদের কার্যকলাপ নিয়ে নির্মিত নাটিকায় অভিনয় করেছেন বিশ^বিদ্যালয়ের ক’জন নাট্যপ্রেমী শিক্ষার্থী। পর্বটি পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। মোবাইলের বিভিন্ন অ্যাপসের ব্যবহার নিয়ে তৈরি দলীয় সংগীতে অংশ নিয়েছেন সিয়াম আহমেদ এবং মেহজাবীন চৌধুরী। এবার ব্যতিক্রমী উপকরণের মাধ্যমে নির্বাচিত ৩ জন দর্শকের মুখোমুখি হয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এবার ছিল অর্ধ শতাধিক বিদেশিদের নিয়ে শিক্ষণীয় নাটিকা ও দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য। এ ছাড়াও রয়েছে নিয়মিত পর্ব নানি-নাতিসহ ঈদকে ঘিরে ডজনখানেক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিক্স লিমিটেড।

 

বিনোদন থেকে আরও পড়ুন

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com