ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

নিখোঁজের ৩০ বছর পর পাকিস্তানে খোঁজ মিললো রংপুরের সুফিয়া বিবির

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

নিখোঁজের ৩০ বছর পর খোঁজ মিললো হারিয়ে যাওয়া সুফিয়া বিবির। বর্তমানে তিনি পাকিস্তানের একটি শহরে বসবাস করছেন। তার বাড়ি রংপুরের বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের নাওপাড়া কাশীগঞ্জ গ্রামে। হারিয়ে যাওয়ার সময় তার বয়স ছিল ২০ থেকে ২১ বছর। এতদিন পরিবারের লোকজন জানতো সুফিয়া মারা গেছেন। সোমবার ‘দেশে ফেরা’ নামের একটি ফেসবুক আইডি থেকে সুফিয়ার একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। পরে সেটি ভাইরাল হলে সুফিয়ার আত্মীয়রা শনাক্ত করেন। 

জানা যায়, বদরগঞ্জের ওপর দিয়ে বয়ে চলা যমুনেশ্বরী নদীর পাশের কাশীগঞ্জ নামে একটি ছোট গ্রামের চান মাসুদ ও শরিতন নেছার সংসারে জন্ম সুফিয়া বিবির। ১৮ বছর বয়সে পাশের দামোদরপুর ইউনিয়নের সৌলারপাড় গ্রামের ওমর উদ্দিনের সঙ্গে বিয়ে হয় সুফিয়ার। তাদের সংসারে জন্ম হয় দুই সন্তানের। সুফিয়ার স্বামী ও এক কন্যার মৃত্যু হয় পারিবারিক মনোমালিন্যের কারণে বাড়ি থেকে নিঁখোজ হন সুফিয়া। 

নিভে যাওয়া প্রদীপ জ্বালিয়ে সুফিয়ার খোঁজ দিয়েছে ‘দেশে ফেরা’ স্বেচ্ছাসেবী সংগঠনের ফেসবুক আইডি। সোমবার সংগঠনটির ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় একজন মহিলা বাড়িতে ফেরা নিয়ে তার আকুতি প্রকাশ করেন। ভিডিওতে তিনি বলেন, তার বাড়ি বাংলাদেশে এবং তার নাম সুফিয়া বিবি। বাবার নাম চান মিয়া, ভাই সহিদার রহমান, বোন রোসনা বেগম ও নুর জাহান। বাড়ি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়। গ্রামের নাম নাওপাড়া কাশীগঞ্জ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ব্যাপক ভাইরাল হয় এবং সুফিয়া বিবির আত্মীয়-স্বজনের নজরেও পড়ে। পরে যোগাযোগ করা হয় দেশে ফেরা সংগঠনটির সদস্যদের সঙ্গে। তারাও সুফিয়ার স্বজনদের সঙ্গে কথা বলে পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। গতকাল বিকাল ৪টায় পাকিস্তান থেকে বদরগঞ্জের গ্রামের বাড়িতে সুফিয়ার সঙ্গে তার আত্মীয়-স্বজনদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলার ব্যবস্থা করে দেয়া হয়।

সুফিয়া বিবির ভাতিজা মেনহাজুল ইসলাম বলেন, যখন ফুফু হারিয়ে যায় তখন আমার বয়স মাত্র ১০ বছর। তবুও তার সঙ্গে আমার শৈশবের স্মৃতিগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারতাম না। আমরা সবাই ধরেই নিয়েছিলাম তিনি মারা গেছেন। এখন তার খোঁজ মিলেছে। তাকে আবার দেখতে পারবো। এই অনুভূতি অন্যরকম।

দেশে ফেরা সংগঠনের সদস্য তানভীর হাসান বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের সদস্য নিয়ে আমাদের “দেশে ফেরা” সামাজিক সংগঠনের মাধ্যমে এক দেশ থেকে অন্যদেশে নিখোঁজ কিংবা পাচার হয়ে যাওয়া মানুষদের তাদের বাসায় ও আপন জনদের কাছে ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছি। সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে হারিয়ে যাওয়া ১১৬ জনকে আমরা তাদের আপনজনদের কাছে ফিরিয়ে দিতে সফল হয়েছি। সুফিয়া বিবিকেও আমরা পাকিস্তানে পেয়েছি। এখন সুফিয়ার পরিবারের লোকজন চাইলে দুই দেশের দূতাবাসের মাধ্যমে তাকে ফেরত নিতে পারবে। মধুপুর ইউপি চেয়ারম্যান নুর আলম ভুট্টু বলেন, বিষয়টি শুনে আমিও আনন্দিত হয়েছি। আমরাও চাই সুফিয়া দ্রুত ফিরে আসুক। সুফিয়ার পরিবারের লোকজন তাকে ফিরিয়ে আনতে ইউনিয়ন পরিষদ থেকে যা যা সহায়তা চাইবে, আমরা দিতে প্রস্তুত রয়েছি।
 

পাঠকের মতামত

দেশে ফেরা টিমের জন্য শুভকামনা সুফিয়া বেগমের মত যারা আছে সবাই ফিরে আসুক আপন নীড়ে। ধন্যবাদ মানবজমিনকে।

Monzur
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫:২৬ অপরাহ্ন

Good job done and wish Ms Sufia Begum best of luck.

Mallik Saqui
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫:১৪ অপরাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com