ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বিশ্বকাপে নারাইনকে ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন উইন্ডিজ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপটের সঙ্গেই খেলছেন সুনীল নারাইন। এবারের আইপিএলে ব্যাটে-বলে ঝলক দেখাচ্ছেন এ ক্যারিবীয় তারকা। ২০২৩-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন নারাইন। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে চাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আইপিএলে রাজস্থানের হয়ে খেলতে থাকা ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল জানিয়েছেন, অবসর ভেঙে নারাইনকে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।  ৩৫ বছর হয়ে যাওয়া নারাইন অবসরের ঘোষণা দেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলার ৪ বছর পর! তার পর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই ব্যস্ত থেকেছেন। এতদিন বোলার হিসেবে কার্যকরী দায়িত্ব পালন করা নারাইন কলকাতার হয়ে বিধ্বংসী ব্যাটিংয়েও অবদান রাখছেন। মঙ্গলবার রাজস্থানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকান তিনি। এদিন দুই উইকেট নেওয়ার পাশাপাশি ৫৬ বলে খেলেন ১০৯ রানের বিস্ফোরক ইনিংস। তার মধ্যে পাওয়েলের উইকেটও ছিল। 

যদিও শেষ পর্যন্ত জয় পায়নি কলকাতা ২২৪ রানের লক্ষ্যে জস বাটলারের ব্যাটিংয়ে ভর করে অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান।  বাটলার ৬০ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন। ওই ম্যাচের পর নারাইনের ফেরা নিয়ে পাওয়েল বলেন, ‘গত ১২ মাস ধরে ওর কানে গুন গুন করে যাচ্ছি, যেন বিষয়টা বিবেচনা করে। কিন্তু সেতো কারও কথা শুনছে না।’ পাওয়েল আরও জানান, সিনিয়র খেলোয়াড়দেরও অনুরোধ করা হয়েছে নারাইনকে এই ব্যাপারে মানাতে। পাওয়েল বলেন, ‘আশা করছি দল নির্বাচনের আগে তারা (সিনিয়র খেলোয়াড়রা) নারাইনকে মানাতে পারবে।’ এদিন নারাইনকেও অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। ধোঁয়াশা রেখে ভবিষ্যৎ নিয়ে এই ক্যারিবিয়ান বলেন, ‘এখন পর্যন্ত যেটা চলমান সেটাই আছে। তবে দেখা যাক ভবিষ্যৎ কী লুকিয়ে রেখেছে।’ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে । আসরের পর্দা উঠবে ২রা জুন। যে কন্ডিশন স্পিনারদের ভীষণভাবে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে ৫১ ম্যাচে ৫২ উইকেট শিকার অফ স্পিনার নারাইনের। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ৫০৪ ম্যাচে তার শিকার ৫৪২ উইকেট।

খেলা থেকে আরও পড়ুন

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com