ঢাকা, ১ মে ২০২৪, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

হেরোইন দিয়ে কলেজ শিক্ষার্থীকে ফাঁসানোর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাইম আলী বিদ্যুৎ (২৭) নামে এক কলেজ ছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে বিজিবি সদস্যদের বিরুদ্ধে। গতকাল দুপুরে উপজেলার ধোবড়া বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে নাইম আলীর পরিবার। নাইম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মো. নসরুল ইসলামের ছেলে ও রাজশাহী সিটি কলেজের অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাইমের বোন সুরমা খাতুন বলেন, গত ৪ঠা এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে আমার ভাইকে ধোবড়া বাজার এলাকা থেকে ধরে নিয়ে যায় ৫৯ বিজিবি’র সদস্যরা। এ সময় ভাইয়াকে কোনো রূপ তল্লাশিও করা হয়নি। যা স্থানীয়রা দেখেছে। পরের দিন আমরা জানতে পারি আমার ভাইকে ৪০০ গ্রাম হেরোইন ও ২০ বোতল ফেনসিডিলসহ থানা পুলিশের কাছে মামলা দিয়ে হস্তান্তর করেছে বিজিবি। আমার ভাই এ ধরনের  কাজের সঙ্গে কোনো দিন জড়িত ছিল না। আমরা পরিবারের পক্ষ থেকে মামলার সুষ্ঠু তদন্তের দাবি করছি। মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে ফাঁসানো হয়েছে নাইমকে আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন একই এলাকার সাদ্দাম আলী। তিনি জানান, আমরা একসঙ্গে মোটরসাইকেল করে বাড়িতে আসছিলাম। ধোবড়া এলাকায় পৌঁছালে বিজিবি’র সদস্যরা আমাদের গতিরোধ করে নাইমকে আটক করে নিয়ে যায়। তবে আটক করা হয়নি আমাকেও। এমনকি আমাদের কথা বলার সুযোগ দেয়া হয়নি। আমার জানামতে নাইমের কাছে কোনো অবৈধ কিছুই ছিল না।  এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, নাইম ইসলাম বিদ্যুৎ একজন চিহ্নিত মাদক কারবারি, সে নিয়মিতই মাদক বহন করতো। তবে তার বিরুদ্ধে আগের কোনো মামলা নেই। কিন্তু সে মোটরসাইকেল নিয়ে মাদক বহন করতো। আমাদের কাছে তার মাদক কারবারে জড়িত থাকার স্বীকারোক্তি আছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com