বিশ্বজমিন

নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত শতাধিক

মানবজমিন ডেস্ক

২৪ এপ্রিল ২০২২, রবিবার, ১১:০৩ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। স্থানীয় সরকারের একজন কর্মকর্তা ও পরিবেশ বিষয়ক একটি গ্রুপ বলেছে, নাইজেরিয়ার রিভার্স রাজ্যে একটি বেআইনি তেল শোধনাগারে এই বিস্ফোরণ ঘটেছে। রাজ্যের পেট্রোলিয়াম সম্পদ বিষয়ক কমিশনার গুডলাক ওপিয়া শনিবার বলেছেন, বেআইনি একটি বাঙ্কারিং সাইটে এই বিস্ফোরণ ঘটে। এতে সেখানে ভয়াবহভাবে আগুন ধরে যায়। সেখানে অবস্থানকারী কমপক্ষে ১০০ জন এতে আক্রান্ত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, তেল উৎপাদনকারী নাইজার উপদ্বীপে বেকারত্ব এবং দারিদ্র্য ভয়াবহ। এর ফলে জীবন বাঁচাতে মানুষ বেআইনিভাবে অশোধিত তেল শোধনাগারের সঙ্গে যুক্ত হয়েছে।

এর ফলে মাঝে মাঝেই সেখানে এমন দুর্ঘটনা ঘটে। তেল উৎপাদনকারী কোম্পানিগুলোর পাইপলাইন থেকে তেল চুরি করে অনেক সময় এ ব্যবসা পরিচালনা করা হয়। এই বিপজ্জনক প্রক্রিয়ায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। দূষিত হয়ে গেছে পুরো এলাকায়। কৃষিজমি, ফাটল এবং লেগুনে তেল ছড়িয়ে পড়েছে। শনিবারের ওই দুর্ঘটনা সম্পর্কে ইয়ুথ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডভোকেসি সেন্টার বলেছে, ঘটনাস্থলে বেশ কয়েকটি গাড়ি দাঁড়ানো ছিল। তারা সেখান থেকে বেআইনিভাবে তেল কিনতে লাইনে অপেক্ষা করছিল। কিন্তু বিস্ফোরণে তাতেও আগুন ধরে ছাই হয়ে গেছে।
আল জাজিরার সাংবাদিক ফিডেলিস মবাহ বলেছেন, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে এরকম বেআইনি তেল ব্যবসার কয়েক ডজন ব্যবসা প্রতিষ্ঠান আছে। বেকার যুবকরা নিজেদের মতো করে তেল সংগ্রহ করে তা বিক্রি করে বাঁচার চেষ্টা করছে। এসব যুবক জানে এটা বিপজ্জনক কাজ। তবু তাদেরকে তা করতে হচ্ছে দারিদ্র্যের কারণে। সকার বলেছে, বিস্ফোরিত শোধনাগারের মালিক এখন দৌড়ের ওপর রয়েছে। তাকে ওয়ান্টেড হিসেবে ঘোষণা করা হয়েছে। তাকে ধরা গেছে প্রকৃতপক্ষে কি ঘটেছে তা জানা যাবে।

অক্টোবরে সেখানে একই রাজ্যে একই রকম একটি তেল শোধনাগারে বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হন। ফেব্রুয়ারিতে স্থানীয় কর্তৃপক্ষ বলে যে, তারা চুরি করা তেল শোধন বন্ধে অভিযান পরিচালনা করবে। কিন্তু বাস্তবে এক্ষেত্রে দৃশ্যত কোনো সফলতা আসেনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status