বিনোদন

ঈদে চ্যানেল আইতে ১০ টেলিছবি

স্টাফ রিপোর্টার

২৪ এপ্রিল ২০২২, রবিবার, ৯:০১ অপরাহ্ন

ঈদ উপলক্ষে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম প্রচার হবে চ্যানেল আইতে। প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত। এ ধারাবাহিকতায় ঈদের দিন থাকছে টেলিফিল্ম ‘শেষ দেখা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। ঈদের ২য় দিন প্রচার হবে টেলিফিল্ম ‘চম্পা হাউজ’। গল্প. নাজিম উদ দৌলা। চিত্রনাট্য ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, মাসুম আজিজ, হাসনাত রিপন প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। ঈদের ৩য় দিন টেলিফিল্ম ‘ম্যাটিনি শো’। রচনায় জাকারিয়া শৌখিন, পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, আশরাফুল সোহাগ, হিরু খান প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। টেলিফিল্ম ‘লাস্ট উইশ’। রচনা. নাহিদুল ইসলাম, পরিচালনায় নুর ইমরান মিঠু। অভিনয়ে সাবিলা নূর, শাওন, রিফাত চৌধুরী, আহমেদ ফারুক, আজম খান প্রমুখ। প্রচার হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।
ঈদের ৪র্থ দিন প্রচার হবে টেলিফিল্ম ‘ধূম্রজাল’। রচনায় মশিউর রহমান শান্তু, পরিচালনায় আবীর খান। অভিনয়ে চিত্রনায়ক ফেরদৌস, আজমেরী হক বাঁধন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রচার হবে দুপুর ২ টা৩০ মিনিটে। টেলিফিল্ম ‘বিরহী বাবু’। রচনায় জাকির হোসেন উজ্জল ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। অভিনয়ে জাহিদ হাসান, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।
ঈদের ৫ম দিন রাবেয়া খাতুনের গল্পে টেলিফিল্ম ‘রঙিন কাঁচের জানালা’। পরিচালনায় মাইনুল ইসলাম হীরা। অভিনয়ে তাসনিয়া ফারিণ, শ্যামল মাওলা, সোহানা সাবা, বন্যা মির্জা প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩৫ মিনিটে। টেলিফিল্ম ‘নাইট গার্ড’। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী হামিদ, মিলি বাশার, টাইগার রবি প্রমুখ। দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। ঈদের ৬ষ্ঠ দিন টেলিফিল্ম ‘আমার তুমি’। রচনা তানিন রহমান, পরিচালনায় মাকসুদুর রহমান বিশাল। অভিনয়ে খায়রুল বাশার, তাসনুভা তিশা, মিলি বাশার, সিয়াম নাসির প্রমুখ। প্রচার হবে বেলা ২টা ৩০ মিনিটে। টেলিফিল্ম ‘ধাঁধা’। রচনায় রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে- মোশারফ করিম, চমক, রাফাত প্রমুখ। প্রচার হবে দুপুর ৪ টা ৩০ মিনিটে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status